এই কর্মসূচি প্রসঙ্গে আদিবাসী সেঙ্গেল অভিযানের বাগমুন্ডি ব্লক সভাপতি রামপদ সরেন বলেন, ২০০৬ বনধিকার আইন মোতাবেক এফআরসি গঠন করতে, আদিবাসীদের পাট্টা প্রদান, বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেলগুলি পুনরায় চালু করা, স্কুলের ছাত্র সংখ্যার অনুপাতে শিক্ষক নিয়োগের মত দাবি-দাওয়াকে সামনে রেখে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই দাবিগুলি পূরণ করতে হবে বলে জানান তিনি।
advertisement
আরও পড়ুন: সাংসদ তহবিলের অর্থে তৈরি প্রকল্পের উদ্বোধনে দিলীপ
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্লক সভাপতি রামপদ সরেন , সভাপতি সুনীল হাঁসদা, ব্লক জেডিপি সভাপতি ছুটুলাল মুর্মু সহ মাঠা ও অযোধ্যা অঞ্চলের আদিবাসী সেঙ্গেলের সদস্যরা। পুরুলিয়া আদিবাসী অধ্যুষিত জেলা। তার উন্নয়নে সদা সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে রাজ্য সরকার। আদিবাসী সমাজের আশা, এবারেও তাঁদের দাবিগুলি মেনে নিয়ে পাশে থাকবে রাজ্য প্রশাসন।
শমিষ্ঠা ব্যানার্জি