West Medinipur News: সাংসদ তহবিলের অর্থে তৈরি প্রকল্পের উদ্বোধনে দিলীপ

Last Updated:

নারায়ণগড়ের পাকুড়সেনি পঞ্চায়েতের হরিণাগেড়্যা এলাকায় ফিতে কেটে একটি মিনি মাস্ট লাইটের উদ্বোধন করেন দিলীপ।

+
title=

পশ্চিম মেদিনীপুর: তাঁর সাংসদ তহবিলের টাকায় নির্মিত একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই তীব্র দাবদাহের মধ্যেই জলের ট্যাঙ্ক, সাবমার্সিবল পাম্প, রাস্তার আলো ইত্যাদির উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও কেশিয়াড়িতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন এই বিজেপি নেতা। নারায়ণগড়ের পাকুড়সেনি পঞ্চায়েতের হরিণাগেড়্যা এলাকায় ফিতে কেটে একটি মিনি মাস্ট লাইটের উদ্বোধন করেন দিলীপ।
advertisement
প্রসঙ্গত, গ্রামীণ এলাকায় বর্তমানে বিদ্যুতের সুবিধা থাকলেও হাই মাস্ট বা মিনি মাস্ট লাইট সেভাবে নেই। ফলে সন্ধ্যে হলেই অন্ধকার নামে এলাকায়। তাই সাধারন মানুষের যাতায়াতের সুবিধার জন্যে নিজের সাংসদ তহবিলের অর্থ থেকে এই মিনি মাস্ট লাইটের ব্যবস্থা করে দিয়েছেন দিলীপ ঘোষ। পাশাপাশি একই অঞ্চলে একটি জলের পাম্পের উদ্বোধন‌ও করেন তিনি। এই পাম্পের ফলে এলাকার বেশ কয়েকটি পরিবারে সুবিধা হবে বলে জানা গিয়েছে।
advertisement
এদিকে শ্রীরামপুরে আড়াই লক্ষ টাকা ব্যয়ে ট্যাঙ্ক-সহ নলবাহিত জল পাওয়ার জন্য সাবমার্সিবল বসানো হয়েছে। সেই পাম্পের‌ও উদ্বোধন করেন দিলীপ। সংসদ তহবিলের অর্থে এলাকার উন্নয়ন হওয়াতে খুশি সাধারণ মানুষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ায় গরমে এলাকার মানুষ জল পাবেন, এর থেকে ভালো কিছু হয় না। তীব্র দাবদাহে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: সাংসদ তহবিলের অর্থে তৈরি প্রকল্পের উদ্বোধনে দিলীপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement