Alipurduar News: পঞ্চায়েত ভোটের আগে রাস্তা পেয়ে খুশি

Last Updated:

ফালাকাটার জটেশ্বর-২ পঞ্চায়েতের এই পার্ট থেকেই গত নির্বাচনে জয়ী হন পঞ্চায়েত প্রধান সমরেশ পাল। অথচ তাতেও এতদিনে রাস্তার উন্নতি হয়নি।

+
title=

আলিপুরদুয়ার: পঞ্চায়েত নির্বাচনের আগেই পেয়েছেন পাকা রাস্তা। আর তাতেই খুশি জটেশ্বরের দুই গ্রামের বাসিন্দারা। বলতে গেলে তাঁরা হাঁফ ছেড়ে বেঁচেছেন।
চলাচলের রাস্তা দীর্ঘ দিন খারাপ হয়ে পড়েছিল। ফলে যাতায়াতে সমস্যা হচ্ছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া গ্রামে। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বর-২ পঞ্চায়েতের এই পার্ট থেকেই গত নির্বাচনে জয়ী হন পঞ্চায়েত প্রধান সমরেশ পাল। অথচ তাতেও এতদিনে রাস্তার উন্নতি হয়নি। এই রাস্তা দিয়ে রোজ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। তাঁদের পদে পদে সমস্যায় পড়তে হচ্ছিল। বর্ষায় রাস্তাটির পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়ে। জলকাদা দিয়ে হাঁটাচলা করা সম্ভব হত না। এমন খারাপ রাস্তা পার করে প্রধান সড়কে উঠতে সময় লাগত এক ঘণ্টার মত।
advertisement
advertisement
অবশেষে গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে এগিয়ে আসে পঞ্চায়েত। যার জেরে খুশি এলাকার মানুষ। এই প্রসঙ্গে জটেশ্বর-২ পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল জানান, রাস্তাটি সম্পূর্ণ হবার পরে স্থানীয়দের পাশাপাশি আশেপাশের এলাকার বাসিন্দাদেরও সুবিধা হবে। যে পার্ট থেকে জয়ী হয়েছি সেই পার্টের মানুষের সুবিধা তো আমাকে করতেই হবে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পঞ্চায়েত ভোটের আগে রাস্তা পেয়ে খুশি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement