আরও পড়ুন: হাতি-বাঁদর আগেই ছিল, এবার বুনো শুয়োরের উৎপাতে অতিষ্ঠ মাদারিহাটবাসী
দুখু মাঝি পেশার টানে নয় , গাছ লাগানোর নেশাতেই এই পৃথিবীকে আরো একটু সবুজ করে তুলছেন। কোনদিন স্কুলের গণ্ডিও পার হননি তিনি। পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের প্রত্যন্ত সিঁদরি গ্রামের বাসিন্দা দুখু মাঝি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়েই অভাবের সংসার। সামান্য চাষবাস ভরসা। উপরি পাওনা বলতে সরকারের কাছ থেকে পাওয়া বার্ধক্য ভাতার টাকা। শত অভাব তাঁর এই গাছ লাগানোর নেশাকে বদলে ফেলতে পারেনি। যেন তিনি একাই বনসৃজনরের দায়িত্ব নিয়ে ফেলেছেন।
advertisement
শুধু গাছ লাগানোই নয়, নিয়মিত গাছের যত্নও করেন এই বৃদ্ধ। আম, জাম, মহুল, বট, অশ্বত্থ, পলাশ সহ আরও বেশ কিছু প্রজাতির গাছ তিনি লাগিয়েছেন সিন্দরি, বাগমুন্ডি, বীরগ্রাম সহ আশেপাশের এলাকায়। বাগমুন্ডি বন দফতর পক্ষ থেকে তাঁকে পুরস্কৃতও করা হয়েছে। এই বিষয়ে দুখু মাঝি বলেন, গাছ লাগালে মানুষের প্রাণ বাঁচবে, এই শিক্ষা তিনি ছোটবেলাতেই পেয়েছিলেন। তাই তিনি ফাঁকা জায়গা পেলেই গাছ লাগান।
শমিষ্ঠা ব্যানার্জি