TRENDING:

Purulia News: এই গরমে গোটা গ্রামে জল নেই! কী বলছেন ভুক্তভোগীরা

Last Updated:

জলস্তর তলানিতে চলে যাওয়ায় গ্রামে যে কয়েকটি নলকূপ আছে সেগুলি থেকেও জল উঠছে না। এই বিষয়ে প্রশাসন কোন‌ও পদক্ষেপ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পুরুলিয়ার আড়ষা গ্রামের মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: দীর্ঘ কয়েক মাস ধরে বিকল হয়ে পড়ে আছে সোলার পাম্প। ফলে তীব্র জল সঙ্কট দেখা দিয়েছে আড়ষা গ্রামে। এই গরমে জল না পেয়ে হাহাকার শুরু হয়েছে গ্রামজুড়ে। প্রশাসনের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ মানুষ।
advertisement

আরও পড়ুন: ইংরেজ সাহেবের দানেই জমিদারি, আবার সেই ইংরেজদের বিরুদ্ধে গিয়েই বন্ধ করে নীল চাষ! এক অবাক জমিদার পরিবারের কাহিনী

স্থানীয় সূত্রে খবর, বছর খানেক আগে স্থানীয় এক ক্লাব উদ্যোগ নিয়ে এলাকার জল সমস্যা দূর করতে সোলার পাম্প বসিয়েছিল গ্রামে। কিন্তু কিছুদিন পরই সেই পাম্পও বিকল হয়ে পড়ে। এদিকে জলস্তর তলানিতে চলে যাওয়ায় গ্রামে যে কয়েকটি নলকূপ আছে সেগুলি থেকেও জল উঠছে না। এই বিষয়ে প্রশাসন কোন‌ও পদক্ষেপ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পুরুলিয়ার আড়ষা গ্রামের মানুষ। এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোন‌ও ফল হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ।

advertisement

পুরুলিয়া জেলার অন্যতম বড় সমস্যা হল জলের সঙ্কট। গরম পড়লে সেই সঙ্কট চরম আকার ধারণ করে। কিন্তু এক্ষেত্রে প্রশাসন কোনও সুপরিকল্পিত পদক্ষেপ না করলে সমস্যা যে বাড়বে তা বলাই বাহুল্য। যদিও জেলার বহু জায়গায় জল সঙ্কট দূর করতে প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ করা হয়েছে। কিন্তু আড়ষা গ্রামে কেন কিছু হচ্ছে না সেই প্রশ্নই উঠছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: এই গরমে গোটা গ্রামে জল নেই! কী বলছেন ভুক্তভোগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল