TRENDING:

Purulia Tragic Child Death|| স্কুলেই মৃত্যুফাঁদ, আচমকা ধসল স্কুলের বাথরুমের দেওয়াল, ৬ বছরের শিশুর মৃত্যু

Last Updated:

Purulia Tragedy: স্কুল প্রাঙ্গনে খেলতে গিয়ে বিদ্যালয়ের শৌচালয়ের দেওয়াল  ধসে প্রাণ হারাল ৬ বছরের এক নাবালক। শোকোস্তব্ধ রঘুনাথপুরের শ্যামসুন্দরপুর গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। প্রাণ খোয়াল ছ'বছরের শিশু। শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার আদ্রা থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়।
advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, শ্যামসুন্দরপুর গ্রামেরই বাসিন্দা বছর ছ'য়ের মলিন্দ্র চিত্রকর প্রাক প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র। এ দিন সকালে বিদ্যালয়ের চত্বরে আইসিডিএস সেন্টার চলাকালীন খেলা করছিল মলিন্দ্র। হঠাৎই বিদ্যালয়ের চত্বরে থাকা শৌচালয়ের দেওয়াল ভেঙে গিয়ে তার গায়ের ওপর পড়ে। প্রাচীরের তলায় চাপা পড়ে‌ গুরুতর আহত হয় শিশুটি। তড়িঘড়ি তাকে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই নাবালকের।

advertisement

আরও পড়ুনঃ বাস-১০৭ গাড়ির চূড়ান্ত রেষারেষি, গন্তব্যের বদলে যাত্রীরা পৌঁছলেন হাসপাতাল, ভয়াবহ কাণ্ড

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পরে রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিডিও, রঘুনাথপুরের এসডিপিও, আদ্রা থানার আইসি ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতের আত্মীয়র অভিযোগ, শৌচালয়ের তৈরি করার সময় মজবুত ভীত না রাখার কারণে শৌচালয়ের দেওয়াল ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে।

advertisement

View More

শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অমিত কুমার রায় বলেন, "২০১৫ সালের পূর্বে এই নির্মাণ কার্য হয়েছিল। সেই সময় এই বিদ্যালয়ে ছিলাম না। কী ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল শৌচালয় নির্মাণ কার্যে তা তিনি সঠিকভাবে বলতে পারব না।" এ দিকে ছ'বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia Tragic Child Death|| স্কুলেই মৃত্যুফাঁদ, আচমকা ধসল স্কুলের বাথরুমের দেওয়াল, ৬ বছরের শিশুর মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল