সূত্র মারফত জানা গিয়েছে, শ্যামসুন্দরপুর গ্রামেরই বাসিন্দা বছর ছ'য়ের মলিন্দ্র চিত্রকর প্রাক প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র। এ দিন সকালে বিদ্যালয়ের চত্বরে আইসিডিএস সেন্টার চলাকালীন খেলা করছিল মলিন্দ্র। হঠাৎই বিদ্যালয়ের চত্বরে থাকা শৌচালয়ের দেওয়াল ভেঙে গিয়ে তার গায়ের ওপর পড়ে। প্রাচীরের তলায় চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। তড়িঘড়ি তাকে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই নাবালকের।
advertisement
আরও পড়ুনঃ বাস-১০৭ গাড়ির চূড়ান্ত রেষারেষি, গন্তব্যের বদলে যাত্রীরা পৌঁছলেন হাসপাতাল, ভয়াবহ কাণ্ড
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পরে রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিডিও, রঘুনাথপুরের এসডিপিও, আদ্রা থানার আইসি ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতের আত্মীয়র অভিযোগ, শৌচালয়ের তৈরি করার সময় মজবুত ভীত না রাখার কারণে শৌচালয়ের দেওয়াল ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে।
শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অমিত কুমার রায় বলেন, "২০১৫ সালের পূর্বে এই নির্মাণ কার্য হয়েছিল। সেই সময় এই বিদ্যালয়ে ছিলাম না। কী ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল শৌচালয় নির্মাণ কার্যে তা তিনি সঠিকভাবে বলতে পারব না।" এ দিকে ছ'বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি