পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টে বেশ কিছুদিন ধরে নানান অচলাবস্থা চলছে। এখানকার অস্থায়ী শ্রমিকদের অভিযোগ, তাঁদের উপর নির্ভর করে যাবতীয় কাজ হলেও তাঁদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এর আগে একাধিকবার বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এর প্রভাবে ইলেকট্রিক্যাল, মেইনটেন্যান্স, সুপারভাইজার, ড্রাইভার সহ বিভিন্ন বিভাগের কাজ কার্যত থমকে যায়। অবশেষে শ্রম দফতরের পক্ষ থেকে এই অস্থায়ী শ্রমিকদের যাবতীয় দাবিদাওয়া পুনর্বিবেচনা করার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।
advertisement
আরও পড়ুন: ৩৪ বছর ধরে মেয়েদের আত্মরক্ষার পাঠ শিখিয়ে আসছেন সহদেব
ধর্মঘট তুলে নিলেও পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের অস্থায়ী শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনের পথে হাঁটবেন। আগামী দিনে সেক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই অস্থায়ী শ্রমিকরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি