১৯৯৫ সালের ৪-ঠা ডিসেম্বর জয়ন্ত কুমার চক্রবর্তী নিজের কর্ম জীবন শুরু করেছিলেন। রাজ্য পুলিশের ১১ নম্বর সশস্ত্র বাহিনীর কনস্টেবল ছিলেন তিনি। ২০০৩ সালে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে উত্তীর্ণ হন তিনি। সেই সময় তার পোস্টিং হয়েছিল বর্ধমানে। এরপর ২০০৪ সালে তিনি পুরুলিয়ায় আসেন। পুরুলিয়ার মফস্বল, নিতুরিয়া, জঙ্গলমহল বান্দোয়ান, জয়পুর রঘুনাথপুর, তুলিন সহ বহু জায়গায় কর্মরত ছিলেন তিনি। দুষ্কৃতীদের অপরাধ দমনে যথেষ্ট ছাপ ফেলেছিলেন তিনি। ২০১৩ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে উত্তীর্ণ হন। তারপরেও একের পর এক সফলতা অর্জন করেছেন তিনি। পাশাপাশি বহু সমাজ সেবক মূলক কাজও করে থাকেন তিনি। সাব ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী বর্তমানে পুরুলিয়া জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের অফিসার ইনচার্জ।
advertisement
আরও পড়ুন-মাত্র ৭ দিন সকালে খালি পেটে চুমুক দিন এই পানীয়তে, হু হু করে গলবে পেটের চর্বি, কমবে ব্লাড সুগার
আরও পড়ুন-বড় স্বস্তি পেলেন জ্যাকলিন, ২০০ কোটির প্রতারণা মামলায় যা হল অভিনেত্রীর সঙ্গে
প্রতিবছরই ১৪-ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের পুলিশ অফিসারদের শিরোপা প্রদান করা হয়। চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ‘প্রেসিডেন্ট’স পুলিশ মেডেল ফর গ্যালনটরি’, ‘পুলিশ মেডেল ফর গ্যালানটরি’ , ‘প্রেসিডেন্ট’স পুলিশ মেডেল ফর ডিসটিংগুইশড সার্ভিস’ ও ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’। আর এই ক্যাটাগরির মধ্যেই পুরুলিয়ার সাব ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসে’-র শিরোপা পাচ্ছেন। এর ফলে আগামী দিনে তার কাজের উৎসাহ আরও অনেকটাই বাড়বে এমনটাই মনে পড়ছে মানভূমবাসি।
শমিষ্ঠা ব্যানার্জি