Weight Loss Drink: মাত্র ৭ দিন সকালে খালি পেটে চুমুক দিন এই পানীয়তে, হু হু করে গলবে পেটের চর্বি, কমবে ব্লাড সুগার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Weight Loss Drink: সকালে খালি পেটে এই পানীয়তে চুমুক দিলেন হুড়মুড়িয়ে কমবে পেটের মেদ৷ মাত্র ৭ দিন এই জল খেলে ওজনই শুধু কমবে না বরং ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং হজমের ক্ষমতাও বাড়বে৷
মেদ কমানোর জন্য সকলেই মরিয়া৷ এক্সারসাইজ, ডায়েট করে ফল মিলছে না৷ তবে এবার না রোগা হওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ সকালে খালি পেটে এই পানীয়তে চুমুক দিলেন হুড়মুড়িয়ে কমবে পেটের মেদ৷ মাত্র ৭ দিন এই জল খেলে ওজনই শুধু কমবে না বরং ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং হজমের ক্ষমতাও বাড়বে৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাড়িতে থাকা রান্নাঘরের অতি পরিচিত মশলা জিরের জল খেলেই একাধিক রোগের ঝুঁকি কমানো যায়।
advertisement
মেদ কমানোর জন্য সকলেই মরিয়া৷ এক্সারসাইজ, ডায়েট করে ফল মিলছে না৷ তবে এবার না রোগা হওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ সকালে খালি পেটে এই পানীয়তে চুমুক দিলেন হুড়মুড়িয়ে কমবে পেটের মেদ৷ মাত্র ৭ দিন এই জল খেলে ওজনই শুধু কমবে না বরং ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং হজমের ক্ষমতাও বাড়বে৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাড়িতে থাকা রান্নাঘরের অতি পরিচিত মশলা জিরের জল খেলেই একাধিক রোগের ঝুঁকি কমানো যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement