গোপন সূত্রে খবর এসেছিল ওড়িশার সম্বলপুর থেকে গাঁজা ভর্তি একটি গাড়ি ঢুকছে ঝালদায়। সেটি আসানসোলে যাবে। সেই তথ্যকে কাজে লাগিয়ে ঝালদা গোলা সড়ক পথে একটি পিকআপ ভ্যানকে দাঁড় করানো হয়। তারপর তল্লাশি শুরু করেন এসটিএফ আধিকারিকরা। আর তাতেই মেলে সাফল্য। তল্লাশিতে পিকআপ ভ্যান থেকে আনুমানিক ৩৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। পিকআপ ভ্যানের সঙ্গে ছিল আরও একটি গাড়ি। গাড়িতে থাকা মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সরকারি জলের কল বাকিদের বঞ্চিত করে নিজের বাড়িতে বসানোর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে
দুটি গাড়িতেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে, ধানবাদ ও পূর্ব বর্ধমানের কুলটি এলাকায়। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বড় কোনও মাদক পাচার চক্র এর পেছনে আছে কিনা তারই তদন্তে নেমেছে পুলিশ।
রাজ্যে বারংবার গাঁজা পাচারের ঘটনা ঘটছে। পাচারকারীরা একাধিক পন্থা অবলম্বন করছিল পাচারকার্য সম্পন্ন করার জন্য। যদিও গাঁজাসহ অন্যান্য মাদকের দৌরাত্ম্য রুখতে তৎপর আছে পুলিশ।
শর্মিষ্ঠা ব্যানার্জি