আরও পড়ুন: প্রতিমার অর্ডার থাকলেও মাটি, রঙের দাম বাড়ায় পুজোর আগে চিন্তায় প্রতিমা শিল্পীরা
ঝালদা পুরসভার ছয় নম্বর কমিউনিটি হলে আয়োজিত হয়েছিল শ্রাবণী মেলা। ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন ঝালদা পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান মহেন্দ্র রুটাং। হাদিস ছিলেন বহু বিশিষ্টজন। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই এই মেলা আয়োজন করা হয়।
advertisement
মেলায় নানান রকম জিনিসের স্টল ছিল। সেগুলিতে হাতে বানানো বিভিন্ন রকম দ্রব্য বিক্রি হয়। এছাড়াও রকমারি খাবারের সম্ভার বিক্রি হয়েছে এখানে। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যে পর্যন্ত এই মেলা খোলা থাকে। এই শ্রাবণী মেলা ঘিরে প্রতিবছরই ঝালদার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এবছরও মেলা শুরুর দিন থেকেই বহু মানুষের সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে গোটা চত্বর। বেচাকেনাও যথেষ্ট ভাল হয়েছে। ফলে বিক্রেতারা খুশি এই মেলায় অংশগ্রহণ করতে পেরে।
শমিষ্ঠা ব্যানার্জি