ঝাড়খান্ড সীমান্তে পুরুলিয়ার এইসব গ্রাম থাকার কারণেই অপরাধ করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা পাশের রাজ্য ঝাড়খন্ডে। সম্প্রতি ঝালদাতেই STF গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি থেকে উদ্ধার করে ৩৫০ কেজি গাজা,এস টি এফ এর হাতেই গ্রেফতার হয় চার গাঁজা পাচারকারী। ঝাড়খন্ড সীমান্তে রয়েছে তুলিন ফাঁড়ি তবে ফাঁড়ি থাকলেও একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটছে। পুলিশ আরও তৎপর হোক দাবি তলেছেন গ্রামবাসীরা। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাঘমুন্ডির প্রাক্তন বিধায়কতথা জেলা কংগ্রেস সভাপতি তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত।
advertisement
আরও পড়ুন - Crime News: পুলিশ দেখে দৌড়ে পালাতেই সন্দেহ নিশ্চিত, তল্লাশি চালাতেই চোখ কপালে! ধৃত ১
আরও পড়ুন - Nikki Yadav Murder: নিকি হত্যাকাণ্ডে নয়া মোড়, সাহিলের বাবা সামিল ষড়যন্ত্রে! এক পুলিশ দেহ ফ্রিজে রাখতে বলে
ঝালদায় একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মারুমাসীনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। অন্যদিকে পুলিশকে আরো সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছে গ্রামবাসীরা । যদিও এ বিষয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঝালদায় সম্প্রতি একের পর এক চুরির ঘটনা কবে বন্ধ হবে সেই দিকেই তাকিয়ে ঝালদার বাসিন্দারা।
Indrajit Mandal