বছরের বিভিন্ন সময় পর্যটকেরা এই ক্যাম্পে বেড়াতে আসেন। বিশেষত যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারাই ভিড় জমান এই জায়গায়। রক ক্লাইমিং , জিপ লাইন বিভিন্ন অ্যাডভেঞ্চার করা যায় এই জায়গাটিতে। সম্প্রতি কলকাত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল তাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে নেচার ও অ্যাডভেঞ্চার ক্যাম্প করতে মহুলটারে ভিড় জমিয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের এই ক্যাম্প। ক্যাম্পে রয়েছে ১৫৭ জন পড়ুয়া ৯ জন শিক্ষক ও ২০ জন গাইড। কলকাতার ব্যস্ত জনজীবন থেকে বেরিয়ে এসে এই ধরনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে আসতে পেরে খুশি পড়ুয়ারা। একেবারেই ভিন্ন স্বাদের আমেজ রয়েছে জায়গাটিতে। গ্যাজেট আর কনক্রিটের দুনিয়া থেকে বেরিয়ে এই আনন্দময় পরিবেশও দেদার উপভোগ করছে কচিকাঁচার দল।
advertisement
স্কুলের এক শিক্ষক জানালেন, "নেচার ও অ্যাডভেঞ্চার ক্যাম্পের জন্য পুরুলিয়ার গজাবুরু পাহাড় সব থেকে সুন্দর জায়গা। প্রকৃতিকে ভীষণ কাছ থেকে এই জায়গায় উপভোগ করা যায়। সেই কারণেই এই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে। ক্যাম্প পরিচালন সংস্থা যথাযথ সহযোগিতা করছে। অ্যাডভেঞ্চারের পাশাপাশি সমস্ত রকম নিরাপত্তার দিকটাও সজাগ দৃষ্টি তাঁদের।"
ব্যস্ত জনজীবন থেকে অনেকখানি দূরে , শান্ত ও নিরিবিলি পরিবেশ পুরুলিয়ার গজবুরু পাহাড়ের পাদদেশে মহুলটারেতে। তাই প্রকৃতি প্রেমী মানুষেরা বার বার ছুটে আসেন পুরুলিয়ার এই নেচার-ট্রিপে। দিন দিন তাই বাড়ছে অ্যাডভেঞ্চার-প্রেমী পর্যটকের ভিড়।
সব পড়ুন পুরুলিয়ার সর্বশেষ খবর এখানে
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়