TRENDING:

Purulia News: সবুজের কোলে নেচার-অ্যাডভেঞ্চার ক্যাম্প! পুরুলিয়ার গজাবুরুতে প্রকৃতির মাঝে কলকাতার স্কুল পড়ুয়ারা

Last Updated:

অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষদের জন্য সেরা ঠিকানা হতে পারে পুরুলিয়ার গজাবুরু পাহাড়। স্কুল পড়ুয়াদের নিয়ে হচ্ছে নেচার ক্যাম্প!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পুরুলিয়ার আনাচে-কানাচে প্রাকৃতিক সৌন্দর্য ভরা। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তাই সুন্দরী অযোধ্যার টানে পুরুলিয়ায় ছুটে আসেন বহু পর্যটক। কিন্তু শুধুমাত্র অযোধ্যা পাহাড় নয় পুরুলিয়াতে রয়েছে আরও অনেক পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার কানটাডি রেল স্টেশনের সন্নিকটে গজাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত মুহুলটার। দুটি বেসরকারি সংস্থা যৌথভাবে উদ্যোগ নিয়ে তৈরি করেছে নেচার ক্যাম্প। সেখানেই এখন দাপিয়ে বেড়াচ্ছে কলকাতার স্কুল পড়ুয়ারা।
advertisement

বছরের বিভিন্ন সময় পর্যটকেরা এই ক্যাম্পে বেড়াতে আসেন। বিশেষত যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারাই ভিড় জমান এই জায়গায়। রক ক্লাইমিং , জিপ লাইন বিভিন্ন অ্যাডভেঞ্চার করা যায় এই জায়গাটিতে। সম্প্রতি কলকাত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল তাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে নেচার ও অ্যাডভেঞ্চার ক্যাম্প করতে মহুলটারে ভিড় জমিয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের এই ক্যাম্প। ক্যাম্পে রয়েছে ১৫৭ জন পড়ুয়া ৯ জন শিক্ষক ও ২০ জন গাইড। কলকাতার ব্যস্ত জনজীবন থেকে বেরিয়ে এসে এই ধরনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে আসতে পেরে খুশি পড়ুয়ারা। একেবারেই ভিন্ন স্বাদের আমেজ রয়েছে জায়গাটিতে। গ্যাজেট আর কনক্রিটের দুনিয়া থেকে বেরিয়ে এই আনন্দময় পরিবেশও দেদার উপভোগ করছে কচিকাঁচার দল।

advertisement

আরও পড়ুন: IMD-র বিরাট সতর্কবার্তা! টানা পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এই শহরগুলিতে! আবহাওয়ার লেটেস্ট আপডেট

স্কুলের এক শিক্ষক জানালেন, "নেচার ও অ্যাডভেঞ্চার ক্যাম্পের জন্য পুরুলিয়ার গজাবুরু পাহাড় সব থেকে সুন্দর জায়গা। প্রকৃতিকে ভীষণ কাছ থেকে এই জায়গায় উপভোগ করা যায়। সেই কারণেই এই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে। ক্যাম্প পরিচালন সংস্থা যথাযথ সহযোগিতা করছে। অ্যাডভেঞ্চারের পাশাপাশি সমস্ত রকম নিরাপত্তার দিকটাও সজাগ দৃষ্টি তাঁদের।"

advertisement

View More

আরও পড়ুন: কলকাতাতেই গোপনে Rekha-কে বিয়ে! দু-দুটো 'অ্যাফেয়ার'! চার-চারটে 'Marriage'! তবুও সুখী হননি এই অভিনেতা! এমনই ছিল তাঁর প্রেম জীবন!

ব্যস্ত জনজীবন থেকে অনেকখানি দূরে , শান্ত ও নিরিবিলি পরিবেশ পুরুলিয়ার গজবুরু পাহাড়ের পাদদেশে মহুলটারেতে। তাই প্রকৃতি প্রেমী মানুষেরা বার বার ছুটে আসেন পুরুলিয়ার এই নেচার-ট্রিপে। দিন দিন তাই বাড়ছে অ্যাডভেঞ্চার-প্রেমী পর্যটকের ভিড়।

advertisement

সব পড়ুন পুরুলিয়ার সর্বশেষ খবর এখানে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: সবুজের কোলে নেচার-অ্যাডভেঞ্চার ক্যাম্প! পুরুলিয়ার গজাবুরুতে প্রকৃতির মাঝে কলকাতার স্কুল পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল