বহু দুর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই মন্দিরে। মন্দিরে আসা এক ভক্ত জানিয়েছেন, বহু বছরের পুরানো এই মন্দির। বাবা পঞ্চমুখী শিব ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকেন। তিনি কাউকেই খালি হাতে ফেরান না। এলাকারই এক বাসিন্দা নিশিত ভূষণ মাহাতো জানান, বহু যুগ আগে এই মন্দিরের নির্মাণ হয়েছে। মন্দিরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সংরক্ষণের অভাবে যা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।
advertisement
আরও পড়ুন: ১৬ বছর বয়সে বাড়ি ছাড়া! বাবা-মায়ের মৃত্যুতেও আসেনি! মাওবাদী মদন কোথায়? খোঁজে পুলিশ
পঞ্চমুখী ধামে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অস্তিত্বের কথা স্বীকার করেছেন শিক্ষক তথা রিসার্চার দয়াময় রায়। এই প্রত্নতত্ত্বিক নিদর্শন গুলি সংরক্ষিত করা হলে পুরুলিয়ার প্রত্নতাত্ত্বিক ইতিহাস যে এতখানি সমৃদ্ধ আগামী দিনে সকালে তা জানতে পারবে। বহু ইতিহাসের সাক্ষী রয়েছে এই পুরুলিয়া জেলা। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ঐতিহাসিক চিহ্ন। সরকারের তরফ থেকে বেশ কিছু জায়গায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি