TRENDING:

Purulia News : এত বড় পদ পেয়েও আজও তিনি লম্বু মিস্ত্রি, কাজ করেন মোটর মেকানিকের, আসলে তিনি কে

Last Updated:

প্রতিনিয়ত সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের দুর্নীতির খবর যখন প্রকাশ্যে আসছে তখন পুরুলিয়া শহরে লম্বোদর মাহাতোর মতো একজন সৎ মিস্ত্রি শহরবাসীর মনে দাগ কাটছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : পুরুলিয়া শহর জুড়ে গাড়ির মেরামতের রয়েছে বহু দোকান। গাড়ি খারাপ হলেই সেই সব গ্যারেজে ভিড় জমান শহরবাসী। তবে এক অনন্য গ্যারেজের ছবি ধরা পরল শহর পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের উপকণ্ঠে আমডিহা এলাকায় রয়েছে লম্বু মিস্ত্রির গ্যারেজ। ৫ ফুট ৬ ইঞ্চি হাইটের রোগা পাতলা একটা লোক। নাম লম্বোদর মাহাত এলাকার মানুষদের কাছে লম্বু মিস্ত্রি নামেই বেশি পরিচিত।
advertisement

তাঁর নিপুন হাতের কাজের রয়েছে দারুন কদর। তবে লম্বু মিস্ত্রির আরও একটি পরিচয় রয়েছে। তৃণমূল পরিচালিত ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি। ‌ ২০১৯ সালে ভোটে জিতে উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন কিন্তু নিজের পেশা বদল করেননি তিনি। আজও সাদামাটা পোশাকে নিজের হাতেই গ্যারেজের সমস্ত কাজ করেন। উপপ্রধান হওয়ার পরেও ভাঙাচোরা মোটর বাইকে করেই সমস্ত জায়গায় যান তিনি। এমনকি স্মার্ট ফোনও তার নেই। বলা যেতেই পারে বিলাসিতার চিহ্নমাত্র নেই তাঁর দৈনন্দিন জীবনে।

advertisement

আরও পড়ুন -  Chaitra Navratri : নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীকে এই বিশেষ ভোগ দিন, ভাগ্য খুলবে সোনার মতো

এ বিষয়ে লম্বোদর মাহাতো বলেন যে তিনি সমস্ত দলের লোকেদেরই বাইক মেরামত করেন। এটাই তার পেশা, রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তিনি পেশা বদল কোনদিন করবেন না। তিনি দলের কাজ করার পাশাপাশি গ্যারেজের সমস্ত কাজ করেন। কোন দিকেই ত্রুটি রাখেন না।

advertisement

View More

আরও পড়ুন -  Shreyas Iyer মাথায় হাত কেকেআরের, চোটের জন্য অপারেশন করাতেই হচ্ছে শ্রেয়সকে, মিস হবে কী কী

দীর্ঘদিন ধরে লম্বু মিস্ত্রির গ্যারেজে কাজ করা এক কর্মচারীর দাবি , লম্বোদর মাহাতো ভীষণ ভালো মানুষ। উনি সকলের কথাই চিন্তা করেন। সবারই সঙ্গেই ওনার যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। লম্বু মিস্ত্রীর এহেন সৎ ও স্বচ্ছ জীবন যাপনের জন্য খুশি তার পরিবারের সদস্যরাও।

advertisement

তার ভাইপো বলেন , উপপ্রধান হওয়ার পূর্বেও তার কাকা যেমনটা ছিলেন , তাদের বাড়ির পরিস্থিতি যেমন ছিল আজও তেমনই রয়েছে। কাকাকে নিয়ে যথেষ্ট গর্ববোধ করেন তিনি। ‌

প্রতিনিয়ত সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের দুর্নীতির খবর যখন প্রকাশ্যে আসছে তখন পুরুলিয়া শহরে লম্বোদর মাহাতোর মতো একজন সৎ মিস্ত্রি শহরবাসীর মনে দাগ কাটছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Sharmistha Banerjee

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : এত বড় পদ পেয়েও আজও তিনি লম্বু মিস্ত্রি, কাজ করেন মোটর মেকানিকের, আসলে তিনি কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল