হাসপাতাল ও কলেজ চত্বরের ১০০ মিটারের মধ্যে থাকা গুটকা ও তামাক জাত দ্রব্য বিক্রির দোকান গুলিতে হানা দেয় আধিকারিকেরা। বাজেয়াপ্ত করা হয় গুটকা ও তামাক। পাশাপাশি ১৫ জন বিক্রেতাকে জরিমানা করা হয় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার জন্য। শুধুমাত্র পুরুলিয়া শহরেই নয় জেলার বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালানো হচ্ছে বলে জানান আধিকারিকেরা। আগামী দিনেও লাগাতার এই অভিযান চলবে বলে জানান তারা।
advertisement
আরও পড়ুনঃ আচমকাই ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদের চাঙ্গড়! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা
সরকারি সমস্ত নিয়ম নীতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে তামাক ও গুটকা বিক্রির ব্যাবসা। এর ফলে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। অনৈতিক ভাবে এই ব্যবসা চালানোর ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। তাই বিদ্যালয়, হাসপাতাল, মন্দির সংলগ্ন এলাকায় গুটকা ও তামাকজাত দ্রব্য বিক্রি রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে প্রসাশন।
Sharmistha Banerjee Bairagi