সূত্র মারফত জানা গিয়েছে, বরাবাজার থানার ভাগাবাঁধ থেকে বলরামপুর বাজারের দিকে যাওয়ার পথে হনুমাথা ড্যাম সংলগ্ন এলাকায় একটি সাইকেলে সজোরে ধাক্কা মারে এক বাইক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হনুমাথা ড্যামের মধ্যে পড়ে যান ওই বাইক আরোহীর। সঙ্গে ছিলেন আরও একজন। বাইকে থাকা দু’জন আরহীর মধ্যে একজনের নাম রাজু সিং সর্দার। বয়স আনুমানিক ২০ বছর। বাড়ি ঝাড়খণ্ডের হলদিপোকর এলাকায়। অপরজনের নাম পিন্টু মণ্ডল বয়স আনুমানিক ১৮ বছর। তার বাড়ি বরাবাজার থানার ভাগাবাঁধ গ্রামে।
advertisement
এই ঘটনার খবর চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় বলরামপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। তাদেরকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা রাজু সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করেন।
অপরজন পিন্টু মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ।






