এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আগামী নয় ডিসেম্বর দিনটিতে যে সকল কর্মসূচি গুলি নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তর আলাপ আলোচনা করা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, বিশিষ্ট ঐতিহাসিকবীদ তথা লেখক দিলীপ কুমার গোস্বামী সহ বহু বিশিষ্ট জনের। বাঙালির কাছে আবেগের অপর নাম হল নেতাজী সুভাষচন্দ্র বোস। ১৯৩৯ সালে নয় ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস পুরুলিয়া ভ্রমণে এসেছিলেন সেই সময় তিনি মোট ৩০ টি সভা করেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ নয়া নিয়মে আবেদন হচ্ছে লক্ষী ভান্ডারে, মহিলাদের ভিড় দুয়ারে সরকার ক্যাম্পে!
নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি পুরুলিয়া জেলা শাখা তার মধ্যে থেকে বারোটি জায়গাকে চিহ্নিত করে আগামী নয় ডিসেম্বর সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতির উদ্দেশ্যে সভার আয়োজন করেছেন। মোট ২০ জন সদস্য নিয়ে তৈরি করা হয়েছে এই কমিটি। আগামী দিনে নেতাজী সুভাষচন্দ্র বোসের ভাবধারাকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে এহেন উদ্যোগ নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি পুরুলিয়া জেলা শাখা।
Sharmistha Banerjee Bairagi





