দোলের দিন জেলায়জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা থাকবে তা পর্যালোচনা করতে ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্তারা একটি বৈঠক করেছেন। সেই সঙ্গে প্রতিটি থানার অফিসারদের নিয়েও আলাদা করে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। এই বিষয়ে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, পুরুলিয়ায় দোল উৎসবের পাশাপাশি পলাশ দেখতে বহু পর্যটক ভিড় জমান। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বেপরোয়া গতির বলি পুলিশ ভ্যানের চালক
জেলা পুলিশ সূত্রে খবর, অযোধ্যা পাহাড় সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও যে সকল এলাকায় পলাশ গাছ রয়েছে সেখানেও জেলা পুলিশের পক্ষ থেকে কিছু অতিরিক্ত পুলিশি সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য পানীয় জলের পাউচের বন্দোবস্ত রাখা হয়েছে। বসন্ত ও পলাশ উৎসবে মোট ৩৩ টি পুলিশি সহায়তা কেন্দ্র কাজ করবে। পাশাপাশি নাকা তল্লাশি চালানো হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি