আরও পড়়ুন: কেরোসিনের দাম আমজনতার নাগালের বাইরে, সংসার চালাতে নাভিশ্বাস উঠছে
পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নব্যেন্দু মাহালি নিজে খড়গপুর আইআইটির অধ্যাপকদের নিয়ে যান কাঁসাই নদী ও সাহেব বাঁধ পরিদর্শনে। পরে পুরপ্রধান বলেন, গ্রীষ্মের দাবদাহে পুরুলিয়ায় জলের সমস্যা বেড়েই চলেছে। শহরের জলের প্রধান উৎস কাঁসাই নদী। এই নদীর জল বর্ষাকালে সংরক্ষিত করার একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই জন্যই খড়গপুর আইআইটি’র অধ্যাপক ও বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়। সেইমতো গোটা ব্যবস্থা করা হয়েছে।
advertisement
উল্লেখ্য, পুরুলিয়া জেলাজুড়েই গ্রীষ্মকালে জলের সঙ্কট চরমে পৌঁছয়। বিকল্প ব্যবস্থা করতে তাই উঠে পড়ে লেগেছে পুরুলিয়া পুরসভা। জলের যথাযথ যোগান না থাকার কারণে এখনও পর্যন্ত বহু জায়গায় ঠিকঠাকভাবে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শহরবাসীকে। আর তাই কাঁসাই নদীর জল সংরক্ষণের এই বিশেষ পরিকল্পনা। সঠিকভাবে এই কাজ সম্পন্ন হলে জলকষ্ট থেকে রেহাই মিলবে পুরুলিবাসীর, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শমিষ্ঠা ব্যানার্জি