Purulia News: ‘খুন করেছি...’, স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ! থানায় গিয়ে স্বীকার স্বামীর, পুরুলিয়ার ঘটনায় বিরাট চাঞ্চল্য
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
স্ত্রীকে কুপিয়ে খুন করার পর নিজেই থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। নৃশংস এমন খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার সাঁওতালডিহি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে।
পুরুলিয়া, শান্তনু দাস: স্ত্রীকে কুপিয়ে খুন করার পর নিজেই থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। নৃশংস এমন খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার সাঁওতালডিহি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন স্বামী সুবল দেশওয়ালি। নিহত গৃহবধূর নাম নয়ন দেশওয়ালি (৩৪)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই সাঁওতালডি থানায় এসে অপরাধ স্বীকার করে এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সুবল দেশওয়ালিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে। নিহত নয়ন দেশওয়ালির বাবা লক্ষীকান্ত দেশওয়ালি ইতিমধ্যেই সাঁওতালডিহি থানায় অভিযুক্ত জামাই সুবল দেশওয়ালির বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
advertisement
আরও পড়ুন: চলছে রাষ্ট্রপতি শাসন, অবশেষে মণিপুরে নতুন সরকার গঠন হবে? ২ বিজেপি নেতার যাত্রায় বড় ইঙ্গিত
advertisement
বাবা লক্ষীকান্ত দেশওয়ালি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঘটনায় অভিযুক্ত সুবল দেশওয়ালির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আমার মেয়েকে মেরে দেওয়ার পাশাপাশি মেয়ের দুই সন্তানেরও ভবিষ্যৎ অন্ধকার করে দিল।
advertisement
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, “দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল দম্পতির মধ্যে। সেই বিবাদই শেষ পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ হতে পারে।” তবে ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনাকে ঘিরে ডুমুরডিহা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 09, 2025 4:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ‘খুন করেছি...’, স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ! থানায় গিয়ে স্বীকার স্বামীর, পুরুলিয়ার ঘটনায় বিরাট চাঞ্চল্য









