খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সুবল দেশওয়ালিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে। নিহত নয়ন দেশওয়ালির বাবা লক্ষীকান্ত দেশওয়ালি ইতিমধ্যেই সাঁওতালডিহি থানায় অভিযুক্ত জামাই সুবল দেশওয়ালির বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
advertisement
আরও পড়ুন: চলছে রাষ্ট্রপতি শাসন, অবশেষে মণিপুরে নতুন সরকার গঠন হবে? ২ বিজেপি নেতার যাত্রায় বড় ইঙ্গিত
বাবা লক্ষীকান্ত দেশওয়ালি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঘটনায় অভিযুক্ত সুবল দেশওয়ালির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আমার মেয়েকে মেরে দেওয়ার পাশাপাশি মেয়ের দুই সন্তানেরও ভবিষ্যৎ অন্ধকার করে দিল।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, “দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল দম্পতির মধ্যে। সেই বিবাদই শেষ পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ হতে পারে।” তবে ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনাকে ঘিরে ডুমুরডিহা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।






