তবে প্রতিনিয়ত বদলাচ্ছে আবহাওয়া। কিন্তু এই মুহূর্তেই হাড় কাঁপান শীতের প্রভাব থাকছে না জেলায়। ধীরে, ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়ার খামখেয়ালিপনা প্রতিনিয়তই দেখা যাচ্ছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে। কোথাও, কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। জেলা জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। শীতের ফুরফুরে আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশি দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
হালকা শীতের অনুভূতি হবে দক্ষিণের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে শীতের দাপট। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং-এ ভোরের দিকে কুয়াশার দেখাও মিলেছে। নতুন সপ্তাহে বাড়তে পারে শীতের দাপট। উত্তরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তীব্র শীতের প্রভাব পড়তে চলেছে খুব শিগগিরই। পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও তার প্রভাব দক্ষিণে পড়বে না। তবে আগামী সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে পারে।






