TRENDING:

IMD Winter Update: ৪৮ ঘণ্টায় ১৫ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা! বাংলার জেলায় জেলায় বইছে হিমেল হাওয়া, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

Last Updated:

IMD Winter Update: আবহাওয়ার আমূল পরিবর্তন, নয়া আপডেট হাওয়া অফিসের। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বৃষ্টি পাকাপাকি বিদায় নিল বঙ্গে থেকে। ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। ভোরবেলার দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়তেই বেড়েছে গরমের দাপট। পুরুলিয়াতেও দেখা যাচ্ছে আবহাওয়ার মুড সুইং। এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
advertisement

তবে প্রতিনিয়ত বদলাচ্ছে আবহাওয়া। কিন্তু এই মুহূর্তেই হাড় কাঁপান শীতের প্রভাব থাকছে না জেলায়। ধীরে, ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়ার খামখেয়ালিপনা প্রতিনিয়তই দেখা যাচ্ছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে। কোথাও, কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। জেলা জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। শীতের ফুরফুরে আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশি দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

advertisement

আরও পড়ুনঃ বাড়িতে রাখুন লেমন গ্রাস-সহ ৩ গাছের যে কোনওটি! গোটা শীতে একটা মশাও বাড়ির আশপাশে আসবে না, পাক্কা ম্যাজিক

আরও পড়ুনঃ উত্তরবঙ্গবাসীদের জন্য বিরাট সুখবর! এবারে শিলিগুড়িতেই হবে ক্যানসারের চিকিৎসা, কেমোথেরাপি অস্ত্রোপচার! জানুন বিস্তারিত

View More

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূষণমুক্ত করবে বায়ু, আবার দূষিত কার্বন থেকেও হবে লাভ! দুই ছাত্রী তৈরি করল অভিনব মডেল
আরও দেখুন

হালকা শীতের অনুভূতি হবে দক্ষিণের জেলাগুলিতে। ‌পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে শীতের দাপট। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং-এ ভোরের দিকে কুয়াশার দেখাও মিলেছে। নতুন সপ্তাহে বাড়তে পারে শীতের দাপট। উত্তরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তীব্র শীতের প্রভাব পড়তে চলেছে খুব শিগগিরই। ‌পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও তার প্রভাব দক্ষিণে পড়বে না। তবে আগামী সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Winter Update: ৪৮ ঘণ্টায় ১৫ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা! বাংলার জেলায় জেলায় বইছে হিমেল হাওয়া, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল