Bear In Purulia : শীতের আগেই খুশির হাওয়া পুরুলিয়ায়, বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ভাল্লুক

Last Updated:

Bear In Purulia : পুরুলিয়ায় বন্যপ্রাণ উপস্থিতি নিয়ে যে কাজ চলছে, তার ক্যামেরায় কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে শ্লথ ভাল্লুকের ভিডিও এসেছে বন দফতরের হাতে।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় ভাল্লুকের দেখা

পুরুলিয়া,শর্মিষ্ঠা ব্যানার্জি : ৯০-এর দশকে জঙ্গলমহলে প্রথম হাতির আগমন। ২০১৮ সালে রয়্যাল বেঙ্গল টাইগার। ২২২৫ সালে জিনাত। সম্প্রতিকালে বাঁকুড়ায় চিতা বাঘ‌‌। আর এবার দেখা মিলল ভাল্লুকের। একেবারে সপরিবারে তারা বিরাজ করছে বলেই জানা গিয়েছে পুরুলিয়া বন বিভাগ সূত্রে। বছর তিনেক আগে ভাল্লুকের এক ঝলক দেখা মিলেছিল বনবিভাগের ট্রাপ ক্যামেরায়। ‌আর এবার কালো কুচকুচে লোমশ চেহারা নিয়ে বিচরণ করে বেড়াচ্ছে তারা।
পুরুলিয়া বন বিভাগের সঙ্গে হিল সংস্থার যৌথ প্রকল্পে বন্যপ্রাণ উপস্থিতি নিয়ে যে কাজ চলছে, তার ক্যামেরায় কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে শ্লথ ভাল্লুকের ভিডিও এসেছে বন দফতরের হাতে। ‌পুরুলিয়াতে স্থায়ী রেসিডেন্স গড়ে তুলেছে তারা। চলতি শীতেই ভাল্লুক গণনার পরিকল্পনা নিচ্ছে পুরুলিয়া বনবিভাগ। ‌এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগ ডিএফও অঞ্জন গুহ বলেন, কোটশিলা ও ঝালদা  বনাঞ্চলে ভাল্লুকের পায়ের ছাপ মিলেছিল। এরপরই সেই এলাকায় ট্রাপ ক্যামেরা লাগান হয়।
advertisement
আরও পড়ুন : সাইকেলে হাওড়া থেকে পুরি যাত্রা দুই বন্ধুর, দীর্ঘ পথে ছড়িয়ে দেবেন পরিবেশ সচেতনতার বার্তা
সেই ক্যামেরাতেই ভাল্লুকের ছবি ধরা পড়েছে। আমরা অনুমান করছি ওই এলাকায় পূর্ণবয়স্ক চারটি স্লথ ভাল্লুক রয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসার কথা রয়েছে। তাদেরকে নিয়ে খুব শীঘ্রই আমরা ভাল্লুক গণনা শুরু করব। এ বিষয়ে হিল সংস্থার এক সদস্য বলেন, পুরুলিয়ার বনাঞ্চল খুবই সমৃদ্ধ। তাই বারে, বারে বিভিন্ন বন্যপ্রাণের ছবি তাদের ক্যামেরায় ধরা পড়ছে। সম্প্রতি পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চল ও তার আশেপাশে এলাকায় ভাল্লুকের ছবি ধরা পড়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাভাবিকভাবেই পুরুলিয়ায় বন্যপ্রাণের সংখ্যা যে বাড়ছে, তা বলা যেতেই পারে।  এ বিষয়ে স্থানীয় এলাকার এক বাসিন্দা বলেন, মাঝেমধ্যেই তাদের এলাকায় ভাল্লুক দেখা যায়। বনদফতর থেকে কড়া নজরদারি রাখা হয়েছে সব জায়গায়। গভীর জঙ্গলে তাদের যেতে বারণ করা হচ্ছে। যদিও ভাল্লুকের দেখা মেলায় তারা খুশি। শীতের পূর্বেই ভাল্লুকের পরিবারের দেখা মেলায় খুশির হাওয়া পুরুলিয়া বনাঞ্চলে। পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গে এই প্রথম ভাল্লুকের গণনা শুরু হবে। পুরুলিয়ার শ্লথ বিহারের কনজারভেশন প্রজেক্টের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা পরিকল্পনা নিচ্ছে বনবিভাগ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bear In Purulia : শীতের আগেই খুশির হাওয়া পুরুলিয়ায়, বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ভাল্লুক
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement