পানীয় জলের এই পাম্পটি সৌর বিদ্যুৎ চালিত। গ্রামবাসীরা জানিয়েছেন এই পাম্পটি বসানোর পর প্রথম দিকে সৌর শক্রির সাহায্যে বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু মাস ছয় আগে সেটি খারাপ হয়ে যায়। এর ফলে গ্রামে দেখা দিয়েছে জলকষ্ট। মাঝে শীতকাল থাকায় তাও পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গরম পড়তে শুরু করায় জলের কষ্ট বেড়েছে।
advertisement
আরও পড়ুন: ওষুধের খনি জঙ্গলমহলের জঙ্গল, উন্নয়নের ধাক্কায় তা ক্রমশ হারিয়ে যাচ্ছে
এই অবস্থায় পানীয় জলের জন্য বহু দূরে যেতে হচ্ছে বারুডির বাসিন্দাদের। একটু পানীয় জলের জন্য কার্যত তাঁদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। অভিযোগ এই পাম্প সারানোর বিষয়ে বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বেনীমাধব পরামানিক বলেন, বিষয়টা সত্যিই দুঃখজনক। দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা করে পানীয় জলের পাম্পটি সারানো হবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি