TRENDING:

Purulia News: ৬ মাস ধরে অচল হয়ে পড়ে জলের পাম্প, গরম পড়তেই নাভিশ্বাস উঠেছে পুরুলিয়ার গ্রামে

Last Updated:

পানীয় জলের এই পাম্পটি সৌর বিদ্যুৎ চালিত। গ্রামবাসীরা জানিয়েছেন এই পাম্পটি বসানোর পর প্রথম দিকে সৌর শক্রির সাহায্যে বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু মাস ছয় আগে সেটি খারাপ হয়ে যায়। এর ফলে গ্রামে দেখা দিয়েছে জলকষ্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: গ্রীষ্মকালে পুরুলিয়ার জল সঙ্কট ভয়াবহ আকার ধারণ করে। এখনও গ্রীষ্মকাল আসতে বেশ কিছুটা বাকি। কিন্তু এরই মধ্যে যথেষ্ট গরম পড়তে শুরু করেছেন। আর তাতেই পুরুলিয়ার নানান প্রান্তে জলকষ্ট দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে ভয়াবহ অবস্থা সেরেংডির বারুডি গ্রামের। গত ৬ মাস ধরে এখানে খারাপ হয়ে পড়ে আছে পানীয় জলের পাম্প। দ্রুত সেই পাম্প না সারালে গ্রীষ্মকালে গোটা গ্রাম জলশূন্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা।
advertisement

পানীয় জলের এই পাম্পটি সৌর বিদ্যুৎ চালিত। গ্রামবাসীরা জানিয়েছেন এই পাম্পটি বসানোর পর প্রথম দিকে সৌর শক্রির সাহায্যে বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু মাস ছয় আগে সেটি খারাপ হয়ে যায়। এর ফলে গ্রামে দেখা দিয়েছে জলকষ্ট। মাঝে শীতকাল থাকায় তাও পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গরম পড়তে শুরু করায় জলের কষ্ট বেড়েছে।

advertisement

আরও পড়ুন: ওষুধের খনি জঙ্গলমহলের জঙ্গল, উন্নয়নের ধাক্কায় তা ক্রমশ হারিয়ে যাচ্ছে

এই অবস্থায় পানীয় জলের জন্য বহু দূরে যেতে হচ্ছে বারুডির বাসিন্দাদের। একটু পানীয় জলের জন্য কার্যত তাঁদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। অভিযোগ এই পাম্প সারানোর বিষয়ে বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

View More

এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বেনীমাধব পরামানিক বলেন, বিষয়টা সত্যিই দুঃখজনক। দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা করে পানীয় জলের পাম্পটি সারানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ৬ মাস ধরে অচল হয়ে পড়ে জলের পাম্প, গরম পড়তেই নাভিশ্বাস উঠেছে পুরুলিয়ার গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল