বেগুনকোদরের মানুষের অভিযোগ, এখানে বেশিরভাগ দরিদ্র মানুষের বসবাস। করোনা পর্যায়ের পর থেকেই আর্থিক অনটন আরও বেড়েছে। এই পরিস্থিতিতে তাঁরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সন্তানদের ঠিক করে খেতে দিতেও পারছেন না। এই পরিস্থিতিতে সন্তানদের নিয়ে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে যেতে হচ্ছে। এদিকে নিয়মিত আয় না হওয়ায় এতটা দূর সন্তানদের নিয়ে যাওয়াটাও অসুবিধা তৈরি করছে। এছাড়াও দূরত্ব একটা বড় বিষয়।
advertisement
আরও পড়ুন: পড়ুয়ারা আসে না, স্কুলটাই তুলে দেওয়ার দাবি 'হতাশ' শিক্ষিকার
এই পরিস্থিতিতে ফের পুরনো জায়গায় পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ফিরিয়ে আনার দাবিতে সরব বেগুনকোদরের মানুষ। এখন প্রশ্ন হল, আদিবাসী অধ্যুষিত এই এলাকার দরিদ্র মানুষদের সমস্যার সমাধান কবে হবে? স্থানীয়রা প্রশাসনের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি





