শহরবাসীদের দাবি, অন্যান্য সময় সেলফি পয়েন্টে ছবি তোলা হলেও রকমারি আলোক সজ্জায় সেলফি পয়েন্ট যেভাবে সেজে উঠেছে সেখানে ছবি তোলার লোভ সামলানো যাচ্ছে না। বছরের শেষ কিছু মুহূর্তের স্মৃতি মুঠোফোনে বন্দী করে রাখতে সেলফিতেই ভরসা রাখছে টিন- এজাররা। তবে শুধু টিনেজার বললে ভুল হবে। বর্তমানে যারাই স্মার্টফোনে অভ্যস্ত হয়ে পড়েছেন, তারাই সমানভাবে অভ্যস্ত পড়েছেন সেলফিতে। যখন ডিজিটাল ভারত গড়ে উঠছে, তখন বিভিন্ন জায়গায় গড়ে উঠছে এই সেলফি পয়েন্ট।
advertisement
এই সেলফি পয়েন্টগুলি যেমন শহর বা এলাকাগুলির শোভা বর্ধন করছে, তেমনভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সেলফি লাভারদের কাছে। বর্তমানে প্রায় প্রতিটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছেই এই সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। আর প্রশাসনের কর্তা ব্যক্তিরা ভাল ভাবেই জানেন বছরের শেষ কয়েকটা দিন বা নতুন বছরের শুরুতে এই সেলফি পয়েন্টে ভিড় জমবে মানুষের। তাই বছর শেষে সাজিয়ে তোলা হচ্ছে এই সেলফি পয়েন্ট গুলিকেও। যে তালিকায় বাদ নেই পুরুলিয়ার সাহেব বাঁধের এই সেলফি পয়েন্টও।
Sharmistha Banerjee Bairagi