আরও পড়ুন: ডেঙ্গু, ম্যালেরিয়া ঠেকাতে ময়দানে খুদে পড়ুয়ারা
মঙ্গলবার ঝালদা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে দু’মাসের পেনশনের টাকা ঢুকেছে। একসঙ্গে পুরো পেনশনের টাকা না ঢুকলেও বকেয়ার অর্ধেক পেয়ে খুশি অবসরপ্রাপ্ত কর্মীরা। তাঁরা পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে এর জন্য ধন্যবাদ জানান।
ঝালদা পুরসভার অবসরপ্রাপ্ত পুরকর্মীদের আশা খুব দ্রুত বাকি দু’মাসের পেনশনের টাকাও তাঁরা পেয়ে যাবেন। তাঁদের সমস্যার কথা জানানোর কয়েক দিনের মধ্যেই পুরপ্রধান উদ্যোগী হয়ে অর্ধেক বকেয়া মিটিয়ে দিয়েছেন বলে পেনশন প্রাপকদের দাবি। তাঁদের আশা, আগামী দিনে পেনশন নিয়ে আর কোনও সমস্যা হবে না। উল্লেখ্য পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন রাজ্য সরকার দেয় বলে ঝালদা পুরসভা সূত্রে জানানো হয়েছে। অনেক সময় নানান প্রক্রিয়াগত কারণে সেই টাকা আসতে দেরি হয়। তার ফলেই চার মাসের পেনশন বাকি পড়ে গিয়েছিল বলে পুর কর্তৃপক্ষের বক্তব্য।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি