South 24 Parganas News: ডেঙ্গু, ম্যালেরিয়া ঠেকাতে ময়দানে খুদে পড়ুয়ারা
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বর্ষা শুরু হয়েছে। এই সময়ে মশা বাহিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে থাকে। ডেঙ্গু, ম্যালেরিয়ায় প্রতিবছর বহু মানুষের প্রাণহানি হয়। এই বিপদ থেকে মানুষকে বাঁচাতে এবার সাবধানবাণী নিয়ে পথে নামল পড়ুয়ারা
দক্ষিণ ২৪ পরগনা: বর্ষা শুরু হয়েছে। এই সময়ই ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। আর তাই মশাবাহিত রোগ নিয়ে সকলকে সচেতন করতে এগিয়ে এল সাগরের খুদে পড়ুয়ারা। মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী সচেতনতা প্রচার শুরু হয়েছে। এই প্রচারে সাগরের চৌরঙ্গি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে।
বর্ষা পড়তেই বাড়ছে মশার উৎপাত। বাড়ছে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ। কীভাবে এই সকল রোগের প্রকোপ থেকে নিরাপদ থাকা যায় তা নিয়েই মানুষকে সাবধান করছে ক্ষুদে পড়ুয়ারা। এই উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে আলোচনাসভা, সমাবেশ, পথনাটিকা চলবে সাগরে।
advertisement
advertisement
ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগে আক্রান্ত হন অনেকেই। এই সমস্ত রোগে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। কিন্তু কিছু সাধারণ সচেতনতা অবলম্বন করলে এই সব রোগের হাত থেকে মুক্ত থাকা যায়। মশারির ব্যবহারের পাশাপাশি কোথাও জল জমতে না দিলে সহজেই বিপদ এড়ানো যায়। ছাত্র-ছাত্রীরা সাগরের বাড়িতে বাড়িতে গিয়ে এই বিষয়েই সকলকে সচেতন করবে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2023 11:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডেঙ্গু, ম্যালেরিয়া ঠেকাতে ময়দানে খুদে পড়ুয়ারা










