Panchayat Election 2023: দেওয়াল লিখনের খরচ বেশি, সোশ্যাল মিডিয়ায় ভিড় জমাচ্ছেন প্রার্থীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
দেওয়াল লিখনের খরচ বাড়ায় মালদহের প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর জোর দিচ্ছেন
মালদহ: ভোট মানেই দেওয়াল লিখন। একসময় এটাই ছিল বাংলার পরিচিত ছবি। লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত, পুরসভা ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে ভরে উঠত গ্রাম থেকে শহর সব জায়গার দেওয়াল। পঞ্চায়েত নির্বাচনে পাকা বাড়ির পাশাপাশি মাটির দেওয়ালও রঙিন হয়ে উঠত রাজনৈতিক দলের কর্মীদের তুলির ছোঁয়ায়। সেখানে ভোট দেওয়ার আবেদনের পাশাপাশি নানান ধরনের নির্বাচনী ছড়াও নজরে পড়ত। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে মালদহ জেলায় ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। আর তার কারণ রং ও দেওয়াল লিখন শিল্পীদের পারিশ্রমিক বৃদ্ধি।
এবারের পঞ্চায়েত নির্বাচনেও দেওয়াল লিখন সর্বত্রই নজরে পড়ছে। কিন্তু তার প্রভাব যেন আগের থেকে অনেকটাই কম। বদলে মালদহের বিভিন্ন এলাকার প্রার্থীরা অনেক বেশি সামাজিক মাধ্যমে প্রচারের উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীদেরই সোশ্যাল মিডিয়াকে প্রচারে অনেক বেশি করে ব্যবহার করতে দেখা যাচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, এসএমএস-কে ব্যবহার করে এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ নিবিড় করার চেষ্টা করছেন প্রার্থীরা।
advertisement
advertisement
গ্রামাঞ্চলেও বর্তমানে অধিকাংশ মানুষের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নজর রাখেন তাঁরা। ফলে সহজেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে। তাছাড়া দেওয়াল লিখনের খরচ বেড়ে যাওয়ায় এই বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হয়েছেন প্রার্থীরা। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ বলেন, আগে যখন দেওয়াল লিখন হত দেওয়াল দখল নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিত। এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারের গুরুত্ব বাড়ায় অনেক সুবিধে হয়েছে। সহজেই ভোটারের মনের কাছে চলে যাওয়া যাচ্ছে। এমনকি যে ভোটাররা কর্মসূত্রের বাইরে থাকেন তাঁদের কাছেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজে পৌঁছে যাওয়া যায় বলে জানান এই তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থী তাপস কুমার গুপ্ত বলেন, এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে আমরা পিছিয়ে পড়ব। এখন সামাজিক মাধ্যম প্রচারের প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 10:38 PM IST