নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি। প্রসঙ্গত, পুরুলিয়ার কাশীপুর এলাকার বাসিন্দা সব্যসাচী বাউরি। জন্মের পর থেকে শারীরিক ভাবে প্রতিবন্ধক তিনি। পোলিও আক্রান্ত হয়ে তাঁর দুটো পা অকেজো হয়ে গিয়েছে। জীবনের প্রথম থেকেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার একমাত্র ভরসা তাঁর প্রতিবন্ধী ট্রাই সাইকেল।
আরও পড়ুন: দীর্ঘ ছুটির পর খুলে গেল স্কুল, ছুটি হল না গরমের! ঘামতে-ঘামতে স্কুলে পড়ুয়ারা
advertisement
আর এবার সেই বিশেষ ভাবে সক্ষম যুবকই নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ভোট ময়দানে নেমেছেন। এ বিষয়ে সব্যসাচী বাউরি জানান, দীর্ঘ ১০ বছর ধরে তৃণমূল করে আসছেন। ভোটের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচিগুলিকে ট্রাই সাইকেলের মাধ্যমে প্রচার করবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: মনোনয়নের শেষদিনে ফের উত্তপ্ত রানিনগর, কংগ্রেস-তৃণমূল ‘অশান্তি’র কারণ শুনলে মাথায় হাত পড়বে!
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে আসর সাজাচ্ছে শাসক-বিরোধী শিবিরগুলি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর এই ভোট ময়দানে নিজের জয় হাসিল করতে মাঠে নেমেছেন সব্যসাচী বাউরি।
শমিষ্ঠা ব্যানার্জি