School Reopens: দীর্ঘ ছুটির পর খুলে গেল স্কুল, ছুটি হল না গরমের! ঘামতে-ঘামতে স্কুলে পড়ুয়ারা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
School Reopens: বৃহস্পতিবার তীব্র গরমের মধ্যেই সকালে ৫০ শতাংশের বেশি হয়েছে উপস্থিতি ছিল স্কুলগুলিতে।
কলকাতা: দীর্ঘ গরমের ছুটির পর খুলে গেল রাজ্যের সমস্ত স্কুল। একদিকে যখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সেখানে এখনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ তাপপ্রবাহে পুড়ছে। গরমকে মোকাবিলা করার জন্যই গরমের ছুটি বাড়িয়ে স্বস্তি দেওয়া হয়েছিল পড়ুয়াদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেকথা। তবে ১৫ জুন যখন গরমের ছুটি খুলল, তখন রাজ্যের এক প্রান্তে ঘোর বর্ষা, আরেক প্রান্ত এখনও গরমে পুড়ছে।
বৃহস্পতিবার তীব্র গরমের মধ্যেই সকালে ৫০ শতাংশের বেশি হয়েছে উপস্থিতি ছিল স্কুলগুলিতে। সকালে খুলেছে বেশিরভাগ স্কুল। তবে তাপমাত্রা এখনও যথেষ্ট রয়েছে৷ তাই বহু স্কুলে বাড়তি পাখা লাগানোর বন্দোবস্ত করা হয়েছে৷ পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমের জেলার স্কুলগুলিতে। পশ্চিম মেদিনীপুরের স্কুলগুলিতে প্রথম দিন উপস্থিতির হার ৫০ শতাংশের বেশি ছিল। ডেবরা ব্লকের বাড়াগড় রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে সকাল সকাল পড়ুয়ারা হাজির হয়েছে। গরমও রয়েছে যথেষ্ট। মিড মিলের রান্নাও শুরু হয়েছে আজ থেকেই।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে পঞ্চায়েতের প্রার্থীপদ’, হাটে হাঁড়ি ভাঙলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান! চরম অস্বস্তিতে শাসকদল
স্কুলে ফের শুরু হয়েছে পঠনপাঠন। সেই পুরনো ছন্দে ফিরেছে কচিকাঁচাদের কলরব। ৪৫ দিন গরমের ছুটির পর শুক্রবার থেকে রাজ্যের সমস্ত স্কুল খুলে গেল। তবে গরমের দাপট এখনও কাটেনি। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আদ্রতাজনিত অস্বস্তি। চলতি বছর ২ মে থেকে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছিল। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে ৫ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল এবং ৭ জুন থেকে প্রাথমিক স্কুল খুলবে। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়।
advertisement
আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে রেহাইয়ের বিরাট আপডেট, উত্তরে ভারী বৃষ্টি শুরু! কলকাতা কবে ভিজবে?
view comments১৪ জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলবে বলে ঘোষণা করা হয়। তারপর ১৫ জুন থেকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি খুলবে বলে জানান মুখ্যমন্ত্রী। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হলেও, দক্ষিণবঙ্গে এখনও আরও কয়েকদিন গরমের দাপটেই থাকবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 9:51 AM IST