TRENDING:

Purulia News: ভোট মেটার এক মাস পর আসন বাড়ল তৃণমূলের! ব্যাপারটা কী

Last Updated:

আবারও পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের দল পরিবর্তন। পুরুলিয়ায় নির্দল ও বিজেপি মিলিয়ে চার জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পঞ্চায়েতের ভোটপর্ব মিটে যাওয়ার একমাস পর আসন বাড়ল তৃণমূলের।! নতুন করে কোথাও ভোট গণনা হয়নি। আসলে কী ঘটেছে সেটা দেখুন। পুরুলিয়ার তিনটি গ্ৰাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি ও নির্দল প্রার্থী মিলিয়ে চারজন জয়ী প্রার্থী যোগদান করল তৃনমূলে। আর তাতেই বেড়ে গেল শাসকদলের আসন সংখ্যা।
advertisement

আরও পড়ুন: আল কায়দার ‘গুজরাট’ মডেল! রাজকোটে ধৃত বাংলার ৩

পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব চলে। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথড়িয়া। জয়ী চার প্রার্থী তৃণমূলে যোগদান করায় খুশির হাওয়া তৃণমূলের অন্দরে। এ বিষয়ে যোগদানকারী প্রার্থীরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূলে যোগদান করেছেন। আগামী দিনে গ্রামের মানুষের জন্য কাজ করার ও গ্রামের সার্বিক বিকাশ করার জন্যই তাঁদের এই দল পরিবর্তন বলে জানান। কোনরকম শর্ত ও স্বার্থ ছাড়াই তাঁরা নিজের ইচ্ছেতে তৃণমূলে যোগদান করেছেন বলে জানিয়েছেন।

advertisement

পুরুলিয়া-২ ব্লকের পিড়রা গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য বিদ্যুৎ বেদিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রঘুনাথপুর-১ ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েতের বিজয়ী বিজেপি প্রার্থী টিয়া কৈবর্ত‌ও যোগ দেন। অন্যদিকে পাড়া ব্লকের ঝাপড়া কার্যালয়ে দুই নির্দল প্রার্থী জবা বাউরি ও আব্রাহাম আলম তৃণমূলে যোগ দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ভোট মেটার এক মাস পর আসন বাড়ল তৃণমূলের! ব্যাপারটা কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল