আরও পড়ুন: আল কায়দার ‘গুজরাট’ মডেল! রাজকোটে ধৃত বাংলার ৩
পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব চলে। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথড়িয়া। জয়ী চার প্রার্থী তৃণমূলে যোগদান করায় খুশির হাওয়া তৃণমূলের অন্দরে। এ বিষয়ে যোগদানকারী প্রার্থীরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূলে যোগদান করেছেন। আগামী দিনে গ্রামের মানুষের জন্য কাজ করার ও গ্রামের সার্বিক বিকাশ করার জন্যই তাঁদের এই দল পরিবর্তন বলে জানান। কোনরকম শর্ত ও স্বার্থ ছাড়াই তাঁরা নিজের ইচ্ছেতে তৃণমূলে যোগদান করেছেন বলে জানিয়েছেন।
advertisement
পুরুলিয়া-২ ব্লকের পিড়রা গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য বিদ্যুৎ বেদিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রঘুনাথপুর-১ ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েতের বিজয়ী বিজেপি প্রার্থী টিয়া কৈবর্তও যোগ দেন। অন্যদিকে পাড়া ব্লকের ঝাপড়া কার্যালয়ে দুই নির্দল প্রার্থী জবা বাউরি ও আব্রাহাম আলম তৃণমূলে যোগ দেন।
শমিষ্ঠা ব্যানার্জি