শুক্রবার পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের মুরাডি এসআরবিপি উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্র থেকে বিপুল ব্যালট পেপার উদ্ধার হয়। হাওড়ার ডোমজুড় বালি সহ রাজ্যের অন্যান্য জায়গায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিনই ব্যালাট পেপার উদ্ধার হয়েছিল। কিন্তু পুরুলিয়ায় এবারের পঞ্চায়েত ভোট এবং গণনা পর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটলেও দু’দিনের মাথায় ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কার্যত ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।
advertisement
আরও পড়ুন: বাইক, সাইকেলকে ধাক্কা মেরে রোগীকে নিয়ে উল্টে গেল অ্যাম্বুল্যান্স! তিনজনের মৃত্যু
উদ্ধার হওয়া ব্যালট পেপার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএম নেতা রাজেশ বাউরি। তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলোয় বিরোধী প্রতিটি দলের প্রতীকে ভোট আছে। কিন্তু সেখানে তৃণমূলকে ভোট দেওয়া একটিও ব্যালট নেই। তাঁর দাবি, গণনার দিন এইভাবেই বিরোধীদের ব্যালট ছিনতাই করে জিতেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের কারচুপির কারণেই সাঁতুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে জয়লাভ করেছে তৃণমূল। কারচুপি করেই ওরা বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করেছে। এই বাম নেতা পুনর্নির্বাচনের দাবি জানান।
যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে স্বচ্ছ ভোট হয়েছে বলে মন্তব্য করেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া। তিনি বলেন, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোথাও কোনও কারচুপি হয়নি। সম্পূর্ণই স্বচ্ছ নির্বাচন হয়েছে। স্বচ্ছভাবেই ভোট গণনা হয়েছে। বিরোধীরা হেরে গিয়ে মিথ্যে অভিযোগ করছে। কারণ তারা বুঝে গিয়েছে মানুষ তৃণমূলের সঙ্গে আছে।
পঞ্চায়েতের ভোট গণনার দু’দিনের মাথায় পুরুলিয়ায় এই বিপুলসংখ্যক ব্যালট উদ্ধারের ঘটনা নিয়ে জেলা প্রশাসন বা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
শমিষ্ঠা ব্যানার্জি