এই দিনের এই সভা মঞ্চ থেকে আদিবাসী জনজাতির জন্য বর্তমান সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে পুরুলিয়ায় মোট ৪৯ টি প্রকল্পের উদ্বোধন ও ৪৬ টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। জেলায় পর্যটনের মান উন্নয়ন ও বিপুল কর্মসংস্থানের বার্তাও দেন।
পুরুলিয়ার পলাশ ফুল দিয়ে ভেষজ আবির তৈরির কথা জানান তিনি। শিল্পের উন্নয়নে প্রায় ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। যদিও তাঁর সম্পূর্ণ বক্তব্যে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেও পিছুপা হননি তিনি।
advertisement
আরও পড়ুন: নকল বিধায়ক ঢুকে পড়েছিলেন, বেনজির ঘটনার পর বিধানসভায় এবার যা ঘটল, অবিশ্বাস্য!
আরও পড়ুন: স্বামীর সঙ্গে টিকিট কেটেই কোটি টাকার লটারি পেল স্ত্রী! তারপর যা ঘটল, চমকে উঠবেন শুনলে
সভার অন্তিম লগ্নে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথাও বলেন মখ্যমন্ত্রী। পুরুলিয়াকে নিয়ে বরাবরই মুখ্যমন্ত্রীর ভাবনা থাকে শিখরে। নতুন বছরে শুরুর দিকেই মুখ্যমন্ত্রীর এই জেলা সফর পুরুলিয়া মানুষদের উন্নয়নে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
এই দিনের এই জনসভাকে ঘিরে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কাতারে কাতারে মানুষের সমাগম হয়েছিল। শুধু পুরুলিয়া জেলায় নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ মুখ্যমন্ত্রীর কথা শুনতে ভিড় জমিয়েছিল হুটমুড়া হাই স্কুল ময়দানে। মুখ্যমন্ত্রী বার্তা পেয়ে দলীয় কর্মী সমর্থকেরা জোর কদমে নেমে পড়েছে মাঠে। উপলক্ষ পঞ্চায়েত নির্বাচন।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়