জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ বেশি লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সরকারি সমস্ত জনমুখী প্রকল্প গুলোর বিষয়ে লোক শিল্পীদের অবগত করার পাশাপাশি লোক শিল্পীদের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আলাপ আলোচনা করা হয় এই দিনের কর্মশালায়। লোক শিল্পীরা যাতে প্রতিনিয়ত তাদের শিল্পী সত্তাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আরো বেশি করে প্রচারের আলোয় আসতে পারে তার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ সরকারি সংস্থা বিলগ্নীকরণের প্রতিবাদে ডাক কর্মচারীদের সভা
এছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এডস, বাল্যবিবাহ এই সমস্ত কিছুর বিষয়ে সচেতনতা মূলক বার্তা প্রদান করা হয় লোক শিল্পীদের। উল্লেখ্য, সরকারি উদ্যোগে বর্তমানে অনেকটাই প্রচারের আলোয় এসেছে লোকশিল্পীরা। এ রাজ্যের সবচেয়ে বেশি লোক শিল্পী ভাতা পাচ্ছেন। ২১৬৫৯ জন ইতিমধ্যে লোক প্রসার প্রকল্পের আওতায় রয়েছেন। লোক শিল্পীরা আগামী দিনে যাতে তাদের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য সর্বদাই তাদের পাশে থাকার চেষ্টা করছে রাজ্য সরকার।
Sharmistha Banerjee Bairagi