বুধবার পুরুলিয়া-রাঁচি রোডের উপর এক দুর্ঘটনায় জেলা আদালতের কর্মী বিশ্বজিৎ রজকের মৃত্যু হয়। জানা গিয়েছে বাইকে করে বিশ্বজিৎ রজক ওই রাস্তা দিয়ে আসছিলেন। তাঁর সঙ্গে ছিলেন শুক্লা চক্রবর্তী। মাগুরিয়া গ্রামের কাছে পরপর দুটো বাইকে ধাক্কা মারে একটি টাটা স্যান্ট্রো। ওই চার চাকা গাড়িটি টাটা থেকে ধানবাদের দিকে যাচ্ছিল। প্রথম বাইকের আরোহীরা আহত হলেও দ্বিতীয় বাইকে থাকা বিশ্বজিৎ রজক ও শুক্লা চক্রবর্তীর এই দুর্ঘটনায় মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমে ফুটছে চারদিক, কিন্তু এই বিশেষ কারণে বৃষ্টি চান না এখানকার চা শ্রমিকরা!
পুরুলিয়া জেলা আদালতের এই কর্মীর মৃত্যুর খবর এসে পৌঁছলে আদালত চত্বরজুড়ে শোকের ছায়া নেমে আসে। এই বিষয়ে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুনাভ মহাপাত্র বলেন, জেলা আদালতের নিয়ম অনুযায়ী কোনও আইনজীবীর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে একদিনের কর্মবিরতি পালন করা হয়। একইভাবে কোর্টের কর্মী বিশ্বজিৎ রজকের মর্মান্তিক মৃত্যুর ফলে একদিন কোর্টের কাজ বন্ধ রেখে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি