TRENDING:

Purulia News: কর্মীর মৃত্যুতে বন্ধ থাকল পুরুলিয়া জেলা আদালতের কাজ

Last Updated:

প্রথম বাইকের আরোহীরা আহত হলেও দ্বিতীয় বাইকে থাকা বিশ্বজিৎ রজক ও শুক্লা চক্রবর্তীর এই দুর্ঘটনায় মৃত্যু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বুধবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পুরুলিয়া জেলা আদালতের কর্মী বিশ্বজিৎ রজকের। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে জেলা আদালতের কর্মী থেকে শুরু করে আইনজীবী, বিচারক সকলেই। আর তাই বৃহস্পতিবার বন্ধ থাকল পুরুলিয়া জেলা আদালতের কাজ। মৃতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিনের কর্মবিরতি পালন করলেন আদালতের আইনজীবী ও কর্মীরা।
advertisement

বুধবার পুরুলিয়া-রাঁচি রোডের উপর এক দুর্ঘটনায় জেলা আদালতের কর্মী বিশ্বজিৎ রজকের মৃত্যু হয়। জানা গিয়েছে বাইকে করে বিশ্বজিৎ রজক ওই রাস্তা দিয়ে আসছিলেন। তাঁর সঙ্গে ছিলেন শুক্লা চক্রবর্তী। মাগুরিয়া গ্রামের কাছে পরপর দুটো বাইকে ধাক্কা মারে একটি টাটা স্যান্ট্রো। ওই চার চাকা গাড়িটি টাটা থেকে ধানবাদের দিকে যাচ্ছিল। প্রথম বাইকের আরোহীরা আহত হলেও দ্বিতীয় বাইকে থাকা বিশ্বজিৎ রজক ও শুক্লা চক্রবর্তীর এই দুর্ঘটনায় মৃত্যু হয়।

advertisement

আরও পড়ুন: তীব্র গরমে ফুটছে চারদিক, কিন্তু এই বিশেষ কারণে বৃষ্টি চান না এখানকার চা শ্রমিকরা!

পুরুলিয়া জেলা আদালতের এই কর্মীর মৃত্যুর খবর এসে পৌঁছলে আদালত চত্বরজুড়ে শোকের ছায়া নেমে আসে। এই বিষয়ে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুনাভ মহাপাত্র বলেন, জেলা আদালতের নিয়ম অনুযায়ী কোন‌ও আইনজীবীর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে একদিনের কর্মবিরতি পালন করা হয়। একইভাবে কোর্টের কর্মী বিশ্বজিৎ রজকের মর্মান্তিক মৃত্যুর ফলে একদিন কোর্টের কাজ বন্ধ রেখে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

advertisement

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: কর্মীর মৃত্যুতে বন্ধ থাকল পুরুলিয়া জেলা আদালতের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল