পুরুলিয়া শহরের অন্যতম ঐতিহ্য নিবারণ শাহের বাঁধ, যা সাহেব বাঁধ নামে বেশি পরিচিত। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল এই ঐতিহ্যবাহী বাঁধ। শহরবাসী এই বাঁধের সংস্কার নিয়ে সোচ্চার হয়। পুরসভার পক্ষ থেকে উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সাহেব বাঁধ সংস্কার আর হয়ে ওঠেনি। তবে সময় লাগলেও শেষ পর্যন্ত এল সুখবর।
advertisement
আরও পড়ুন: লিচু বাঁচাতে জাল দিয়ে বাগান ঘিরেছেন চাষি, তাতে আটকে মৃত্যু বিলুপ্তপ্রায় ১০ টি বাদুড়ের
পুরুলিয়া পুরসভার গান্ধি হলে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে পুরসভার এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, চিফ ইঞ্জিনিয়ার সহ সকল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন পুরপ্রধান নবেন্দু মাহালি। সেখানেই সাহেব বাঁধ সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে পুরপ্রধান জানান, পুরুলিয়া শহরে অবস্থিত সাহেব বাঁধ ও অন্যান্য জলাশয়গুলিকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিল্লির একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে সাহেব বাঁধ সাফাইয়ের কাজ করা হবে। সেই এজেন্সির পক্ষ থেকে গোটা বিষয়টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এর জন্য প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হবে।
পুরুলিয়া জেলার পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই সাহেব বাঁধ। বহু পর্যটক এই বাঁধ দেখতে ছুটে আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বাঁধ দেখে তারা হতাশ হচ্ছিলেন। বাঁধের কচুরিপানার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে তা দেখলে মাঠ বলে মনে হবে। তবে সংস্কারের পর সাহেব বাঁধ আবার পুরনো চেহারা ফিরে পাবে বলে দাবি করা হয়েছে।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শর্মিষ্ঠা ব্যানার্জি





