হাম ও রুবেলা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোরদের। এই লক্ষ্যে জেলার স্কুলগুলিতে টিকাকরণ নিয়ে বেশ কিছুদিন আগেই শুরু করা হয় প্রচার অভিযান। সরকারি-বেসরকারি স্কুলগুলির পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলছুট, ড্রপ আউট, পরিযায়ী শিশু, হোম, পথ শিশুদেরও এই অভিযানে ভ্যাকসিন দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। জেলার সব শিশু যাতে এই হাম ও রুবেলা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পায় তা সুনিশ্চিত করতে তৎপর জেলা স্বাস্থ্য দফতর। যেয়কোনও প্রকারে এই ভাইরাসের আক্রমণের হাত থেকে শিশুদের রক্ষা করতেই টিকাকরণের উপর জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর।
advertisement
আরও পড়ুন: বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠানে মাতল বেথুয়াডহরি, দেখুন সেই ভিডিও
হাম ও রুবেলা হল একটি ভাইরাসজনিত রোগ হল। হাঁচি ও কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। যে কোনও বয়সী মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে এই রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হয়। সেই সঙ্গে মূলত শিশু-কিশোরদের মধ্যেই এই রোগ জটিল আকার ধারণ করে। তাই এই রোগের প্রকোপ থেকে শিশুদের বাঁচাতে টিকাকরণই একমাত্র সমাধান বলে মনে করছে স্বাস্থ্য দফতর। তাছাড়া করোনা পরবর্তী সময়ে সারাদেশেই হাম ও রুবেলা ভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বহুগুণ বেড়ে গিয়েছে। ঘটনা হল, ভারতে যত শিশু হাম ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হয় তার অর্ধেকই এই বাংলার বলে জানা গিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান থেকে। এই পরিস্থিতি বদলাতে হলে ভ্যাকসিনেশনই একমাত্র পথ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি