Nadia News: বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠানে মাতল বেথুয়াডহরি, দেখুন সেই ভিডিও
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
একটি নৃত্য শিক্ষার প্রতিষ্ঠানের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মেতে উঠল নদিয়ার বেথুয়াডহরি। সেই ভিডিও দেখুন
#নদিয়া: বেথুয়াডহরি হরিতলার একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ তম বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকাশিপাড়া থানার আইসি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য অতিথিবর্গ। এই অনুষ্ঠানে গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ওই নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নাচ-গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক এসে উপস্থিত হন।
ওই নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সৌমি দে জানান, " আমাদের এই অনুষ্ঠান ১৩ তম বর্ষে পদার্পণ করল। দু'বছর বন্ধ থাকার কারণে এই বছর ১৩ তম বর্ষ পালন করা হল। এই বাৎসরিক অনুষ্ঠান আমি প্রতি বছর করে থাকি। গত দু'বছর করোনা মহামারীর কারণে বন্ধ ছিল। এই বছর প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করেছি। তারপর বিভিন্ন ধরনের আধুনিক, ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশন করা হয়েছে। পরিশেষে আমরা একটি জীবনমুখী গানের মধ্য দিয়ে এই বছরের অনুষ্ঠান সমাপ্ত করি। সারা বছর যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার দেওয়া হয়।"
advertisement
advertisement
সৌমি দে আরও জানান, "এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য হল- ছোট থেকে বড় সমস্ত ধরনের ছাত্র-ছাত্রীদের নিজেদের কলা কুশল তুলে ধরার জন্য একটি সুযোগ করে দেওয়া। এর ফলে ভবিষ্যতে তারা নিজেরদের ইচ্ছেমত বড় কোনও অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের শিল্পকলা তুলে ধরতে উৎসাহী হবে।" ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ছেলেমেয়েদের পারফরম্যান্স দেখে তাঁরা খুশি হন।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 8:56 PM IST