Malda News: বাংলাদেশে পাচারের ঠিক আগে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার এই জিনিস, জানলে চমকে যাবেন আপনি!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বাংলাদেশে পাচারের আগে হাতেনাতে ধরা পড়ল ব্যাগ ভর্তি ফেনসিডিল, ধৃত ২ পাচারকারী
#মালদহ: বাংলাদেশে পাচারের আগেই কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ ফেনসিডিল আটক করল পুলিশ। এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে দুই মাদক পাচারকারী। মালদহের বৈষ্ণবনগরের ঘটনা। মোটর বাইকে করে ফেনসিডিলের বোতলগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
সোমবার গভীর রাতে মালদহের বৈষ্ণবনগর থানার কুম্ভিরা এলাকা থেকে খৈয়ম শেখ(৩১) ও আব্দুল বারেক(১৫) নামে এই দু'জনকে ফেনসিডিল পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কুম্ভিরা সংলগ্ন গঙ্গার আলাউদ্দিন মাঝি ঘাটে হানা দেয়। সেখানে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি বাইক আটক করে। বাইকে আরোহীদের কাছে দুটি ব্যাগ ছিল। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ফেনসিডিল। বাইকটি আটক করে ওই দু'জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: আর্তের সেবায় পালিত হল জন্মদিন
advertisement
জানা গিয়েছে ধৃত দু'জনের বাড়ি বৈষ্ণবনগর থানার জয়েনপুর চর সুখপাড়া গ্রামে। পুলিশ ধৃতদের কাছ থেকে প্রায় ২৯২ টি ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। চোরা বাজারে যার আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা। এই ফেনসিডিল পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 8:37 PM IST