শীতের মরশুমে সুরুলিয়া মিনি জু-র আবাসিকদের বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য নানান উদ্যোগ নিচ্ছেন কংসাবতী নর্থ ডিভিশনের আইএফএস উমা রানি। পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে ফুলের বাগান। পাশাপাশি সুরুলিয়া মিনি জু-তে লেপার্ড ও হায়না আনার জন্য সরকারিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। দীর্ঘ প্রায় দু'বছর করোনা আবহে ঘরবন্দী হয়ে ছিল সকলে। আবারো ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে মানুষের দৈনন্দিন জীবন।
advertisement
আরও পড়ুনঃ আজও পুরুলিয়ার লোকসংস্কৃতির ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে নাচনীরা
তাই গায়ে হালকা শীতের আমেজ উপভোগ করতে করতে পরিবারকে সঙ্গে নিয়ে এই জু-তে বেড়াতে আসা পর্যটকেরা বন্যপ্রাণীদের ভীষণই আনন্দিত। ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে পুরুলিয়া মিনি জু-তে বাড়ছে পর্যটকদের ভিড়। শীত পড়তে না পড়তেই সুরুলিয়া মিনি জু-তে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষেরা। আগামী দিনে পুরুলিয়ার পর্যটন শিল্পে সুরুলিয়া মিনি জু বিশেষ ভূমিকা নেবে বলে আশা করা যাচ্ছে।
Sarmistha Banerjee Bairagi