পুরুলিয়ার মনসা পুজোর ঘট বিসর্জনে দেখা যায় সারি সারি মানুষ বিসর্জন ঘাটে শুয়ে রয়েছেন। তাদের শরীরের উপর দিয়ে হেঁটে মাথায় করে ঘট নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হচ্ছে। রীতি মেনে বংশ পরম্পরায় এই ভাবেই বহু যুগ ধরে ঘট বিসর্জন হতে দেখা যায় পুরুলিয়ায়। এই রীতি চলে আসছে অনেক দিন ধরেই৷ যা অন্যান্য জেলার মনসা পুজোর থেকে এই পুজোকে অনেকটা আলাদা করে দেয়৷
advertisement
আরও পড়ুন West Midnapore News: জ্বলছে কারখানা, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুনের গ্রাসে বিস্কুট কারখানা
এ বিষয়ে ভক্তরা জানান , প্রতিবছরের মতো এ বছরও সাড়মম্বরের সঙ্গে মনসা পুজোর ঘট বিসর্জন করা হল। বহু দূর দুরান্ত থেকে ভক্তরা এই বিসর্জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কথিত আছে , মন্দির থেকে ঘট বিসর্জন ঘাট পর্যন্ত ভক্তরা নিজেদের শরীরের উপর দিয়ে নিয়ে গেলে শরীরের রোগ , জ্বালা থেকে মুক্তি পাবে। এমনই বিশ্বাস রয়েছে সকলের৷ তাই বহু কাল ধরে এই ভাবেই ঘট বিসর্জন করা হচ্ছে। বিসর্জনের জন্য মন ভারাক্রান্ত হয়ে আসলেও আগামী বছরের অপেক্ষায় থাকল সকলে।
এক অন্যরকম বিসর্জনের চিত্র উঠে আসে পুরুলিয়ার মনসা পুজোর উৎসবে। পুরুলিয়া জেলার এই উৎসব যেন দুর্গাপুজোকেও হার মানায়। তাই বিসর্জনেও অভিনব চমক দেখতে পাওয়া যায় এই মনসা পুজোয়ে।
শমিষ্ঠা ব্যানার্জি