TRENDING:

Purulia News : মনসা পুজোয়ে বিরাট চমক! বিসর্জনেও অভিনবত্ব

Last Updated:

পুরুলিয়ার মনসা পুজোর বিসর্জনের রীতি দেখলে আপনিও অবাক হবেন , জানেন কিভাবে হয় বিসর্জন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়া জেলার মনসা পুজোর চিত্রটা অনেকটাই অন্যরকম। এই জেলায় মনসা পুজো নিয়ে মানুষের মনে উচ্ছ্বাস উন্মাদনা থাকে তুঙ্গে। তিন দিনব্যাপী চলে এই পুজো। আর এই পুজোয়ে রয়েছেন নানান চমক। ‌এমনকি বিসর্জনেও হয়নি তার কোন ব্যতিক্রম। বিসর্জনেও ছিল নানা চমক৷
advertisement

পুরুলিয়ার মনসা পুজোর ঘট বিসর্জনে দেখা যায় সারি সারি মানুষ বিসর্জন ঘাটে শুয়ে রয়েছেন। তাদের শরীরের উপর দিয়ে হেঁটে মাথায় করে ঘট নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হচ্ছে। রীতি মেনে বংশ পরম্পরায় এই ভাবেই বহু যুগ ধরে ঘট বিসর্জন হতে দেখা যায় পুরুলিয়ায়। এই রীতি চলে আসছে অনেক দিন ধরেই৷ যা অন্যান্য জেলার মনসা পুজোর থেকে এই পুজোকে অনেকটা আলাদা করে দেয়৷

advertisement

আরও পড়ুন West Midnapore News: জ্বলছে কারখানা, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুনের গ্রাসে বিস্কুট কারখানা

এ বিষয়ে ভক্তরা জানান , প্রতিবছরের মতো এ বছরও সাড়মম্বরের সঙ্গে মনসা পুজোর ঘট বিসর্জন করা হল। বহু দূর দুরান্ত থেকে ভক্তরা এই বিসর্জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কথিত আছে , মন্দির থেকে ঘট বিসর্জন ঘাট পর্যন্ত ভক্তরা নিজেদের শরীরের উপর দিয়ে নিয়ে গেলে শরীরের রোগ , জ্বালা থেকে মুক্তি পাবে।‌ এমনই বিশ্বাস রয়েছে সকলের৷ তাই বহু কাল ধরে এই ভাবেই ঘট বিসর্জন করা হচ্ছে। ‌ বিসর্জনের জন্য মন ভারাক্রান্ত হয়ে আসলেও আগামী বছরের অপেক্ষায় থাকল সকলে। ‌

advertisement

এক অন্যরকম বিসর্জনের চিত্র উঠে আসে পুরুলিয়ার মনসা পুজোর উৎসবে। পুরুলিয়া জেলার এই উৎসব যেন দুর্গাপুজোকেও হার মানায়। ‌ তাই বিসর্জনেও অভিনব চমক দেখতে পাওয়া যায় এই মনসা পুজোয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি ‌

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : মনসা পুজোয়ে বিরাট চমক! বিসর্জনেও অভিনবত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল