West Midnapore News: জ্বলছে কারখানা, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুনের গ্রাসে বিস্কুট কারখানা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
আগুনের ভয়াবহ গ্রাসে বিস্কুট কারখানা
খড়গপুর: পাশেই পেট্রোল পাম্প। আর দাউ দাউ করে জ্বলছে বিস্কুট কারখানা। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরে খড়্গপুরে একটি বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। খড়গপুর শহরের মালঞ্চ এলাকার একটি বিস্কুট কারখানা থেকে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পান কর্মী ও স্থানীয় বাসিন্দারা। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ।
জানা যায় এদিন সকাল নাগাদ হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। বিধ্বংসী আগুন ও গল গল করে ধোঁয়া বেরোতে দেখায় আতঙ্কিত হয়ে পড়ে সকলে। কারখানায় কর্মরত কর্মীরা প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন কারখানা থেকে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের ছটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালায় তারা।
advertisement
আরও পড়ুন Weekend Tour: চাঁদিপুর-বাগদা অনেকেই ঘুরলেন, তালিকায় জুড়ুন মনোহরপুর রাজবাড়ি, মুগ্ধতার রেশ থেকে যাবে
advertisement
প্রসঙ্গত এই বিস্কুট কারখানায় পাশে রয়েছে একটি পেট্রোল পাম্প, পাশেই রয়েছে গোডাউনও। এছাড়াও এই বিস্কুট কারখানা আশপাশে রয়েছে জনবসতি, ব্যাঙ্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে আগুন ছড়িয়ে পড়লে খুবই মারাত্মক হতে পারে পরিস্থিতি৷ এমনই মত সকলের৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। তবে কিভাবে এই ঘটনা ঘটলো, অর্থাৎ কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকেরা। আগুনের লেলিহান শিখায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও বেশ বলে সূত্রের খবর।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 3:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: জ্বলছে কারখানা, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুনের গ্রাসে বিস্কুট কারখানা