তিন দিন ধরে এই উৎসব চলে গোটা জেলা জুড়ে। হাটে বাজারে বহু মানুষ হাঁস কিনতে ভিড় জমান। প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা দরে এক একটি হাঁস বিক্রি হতে দেখা যায়। এ বিষয়ে ক্রেতারা জানিয়েছেন, মনসা পুজো উপলক্ষে পুরুলিয়ায় হাঁস বলির প্রথা প্রচলিত আছে। তাই হাঁস কেনার ধুম রয়েছে সকলের মধ্যে। এই সময় প্রায় প্রতিটি বাড়িতেই হাঁসের মাংস রান্না হয়। তবে গত বছরের তুলনায় হাঁসের দাম এ বছর বেশি রয়েছে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই কালী পুজোর প্রস্তুতি শুরু! বারাসতে হচ্ছে বদ্রীনাথ ধাম
আরও পড়ুন:
এ বিষয়ে বিক্রেতারা জানিয়েছেন , তাদের বিক্রি যথেষ্টই ভাল হচ্ছে। গতবছরের তুলনায় এ বছর হাঁসের দাম ভাল পাচ্ছে। কিছুটা হলেও লাভ করতে পারবেন তারা বলে আশা করছেন। মনসা পুজোর উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে আপামর পুরুলিয়াবাসী। এক প্রকার উৎসবের চেহারা নিয়েছে গোটা জেলা। বাড়িতে , বাড়িতে চলছে, হাঁস রান্নার প্রস্তুতি!রীতিনীতি মেনে বংশ পরম্পরা অনুযায়ী চলছে এই পুজো।
শমিষ্ঠা ব্যানার্জি