এ ছাড়াও এই ধরনের গেম খেলার ফলে বাড়তে দেখা গিয়েছে সাংসারিক কলহ, অসামাজিক কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, খুন নানান অপরাধমূলক কাজ। কিছু মানুষ এই লটারিতে জেতার নেশাতে নিঃস্ব পর্যন্ত হয়ে যাচ্ছেন। লটারি বিক্রি বন্ধ করার জন্য আন্দোলনে নামতে দেখা গিয়েছে অনেককে। কিন্তু তারপরেও বন্ধ হয়নি লটারি ও অনলাইনে গেম খেলা।
আরও পড়ুনঃ আবদুলের দোকানে উপচে পড়া ভিড়, মুহূর্তে শেষ বিরিয়ানির হাঁড়ি, কারণ জানলে মাথায় হাত
advertisement
লটারি ও অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে এক ভয়াবহ পরিণতির শিকার হল রঘুনাথপুরের বাসিন্দা অমর মোদক ও তার পরিবার। পেশায় রেল কর্মী ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আদ্রা থানার ঘোড়া পার্ক সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে প্রায় লক্ষাধিক টাকা ধার হয়ে গিয়েছিল ওই ব্যক্তির। ধার শোধ করতে না পেরে রবিবার সন্তানকে মেরে স্ত্রীকে খুনের চেষ্টা করে নিজেই আত্মঘাতী হন তিনি। বরাত জোড়ে প্রাণে বেঁচে যান তার স্ত্রী জবা মোদক। বর্তমানে তিনি আদ্রা রেল হাসপাতালে চিকিৎসাধীন।
অমর মোদকের সহকর্মী জানান, কখনওই কোনও খারাপ কিছু তারা জানতে পারেননি অমর মোদকের বিষয়। এলাকায় খুব ভাল ছেলে হিসাবেই পরিচিত ছিলেন। এ দিকে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি