কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার পাশাপাশি সারনা ধর্মকে পৃথক স্বীকৃতি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, এই তিন দাবিতে মঙ্গলবার থেকে আবার আন্দোলনে নেমেছে কুড়মিরা। প্রথম দিন রেল অবরোধ না করলেও বুধবার সকাল থেকেই খড়গপুর ও আদ্রা ডিভিশনের বেশ কিছু স্টেশনে তারা অবরোধ করে। এর ফলে হয়রানির শিকার হন ট্রেন যাত্রীরা। কুড়মিদের রেল অবরোধের কারণে বুধবার ৪৭ টি ট্রেন বাতিল করতে হয়। এছাড়া বহু ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেয় রেল। কিন্তু প্রশাসন তাদের সময়সীমা মেনে সাড়া না দেওয়ায় কুড়মি নেতা অজিত মাহাতর হুঁশিয়ারি, এবার জঙ্গলমহলের প্রতিটি স্টেশন এবং ব্লকে ব্লকে রেল ও পথ অবরোধ করা হবে। অনির্দিষ্টকাল ধরে এই আন্দোলন চলবে বলে তিনি জানান।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুরে হনুমান জয়ন্তীর বিশাল কলস যাত্রা, সঙ্গে ১০ হাজার নরনারায়ণ সেবা
কুড়মিরা যদি তাদের হুঁশিয়ারি মত কাজ করে তবে রাজ্যে পশ্চিমাঞ্চলের জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা। মানুষ যেমন কর্মক্ষেত্রে যেতে পারবে না, তেমনই নানান নিত্য প্রয়োজনীয় পণ্য অন্যত্র নিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠবে। সেইসঙ্গে খাদ্যশস্য সহ সমগ্র জরুরি সামগ্রী চলাচলেও ব্যঘাত ঘটতে পারে। সবমিলিয়ে কুড়মি সমাজের হুঁশিয়ারিতে প্রমাদ গুনছে জঙ্গলমহলের মানুষ।
শর্মিষ্ঠা ব্যানার্জি