Hanuman Jayanti: দুর্গাপুরে হনুমান জয়ন্তীর বিশাল কলস যাত্রা, সঙ্গে ১০ হাজার নরনারায়ণ সেবা
- Published by:kaustav bhowmick
Last Updated:
দীর্ঘ এক দশক ধরে হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের বিধাননগর হনুমান মন্দির এই কলস যাত্রার আয়োজন করে আসছে। এই বিধাননগর হনুমান মন্দিরটি দুর্গাপুরের অন্যতম প্রাচীন মন্দির।
পশ্চিম বর্ধমান: কলকাতা হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা নিয়ে জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। অশান্তি এড়াতে সতর্ক রাজ্য প্রশাসন। তারই মধ্যে ধুমধাম করে হনুমান জয়ন্তী পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দুর্গাপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় বিশাল কলস যাত্রা। সেই সঙ্গে ১০ হাজার মানুষকে পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
দীর্ঘ এক দশক ধরে হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের বিধাননগর হনুমান মন্দির এই কলস যাত্রার আয়োজন করে আসছে। এই বিধাননগর হনুমান মন্দিরটি দুর্গাপুরের অন্যতম প্রাচীন মন্দির। গত ১০ বছর ধরে সেখানে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে। তবে এবার রাজ্যের পরিস্থিতি বিচার করে এই কলস যাত্রা এবং দশ হাজার মানুষকে পাত পেড়ে খাওয়ানোর অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুলিশকে মোতায়েন থাকতে দেখা যায়।
advertisement
advertisement
বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর কলস যাত্রায় এলাকার বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেন। সেইসঙ্গে অখণ্ড হরিনামের আয়োজনও করা হয়েছে। তবে এই হনুমান জয়ন্তীর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে নজর কেড়েছে ১০ হাজার মানুষের নরনারায়ণ সেবার বিষয়টি। তবে এখানে কোথাও কোনও অশান্তি বা উত্তেজনা তৈরি হয়নি। সবকিছু অত্যন্ত ভালোভাবে মিটেছে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 6:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Hanuman Jayanti: দুর্গাপুরে হনুমান জয়ন্তীর বিশাল কলস যাত্রা, সঙ্গে ১০ হাজার নরনারায়ণ সেবা