পাশাপাশি বেতন বৃদ্ধি করার দাবী রাখেন তারা। উল্লেখ্য, ১৫ তারিখে পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা পুরসভার নির্বাহী আধিকারিকের মাধ্যমে জেলাশাসক রজত নন্দার কাছে লিখিত আকারে আবেদন জমা করেছিলেন। আবেদনে তারা জানিয়েছিলেন তাদের বকেয়া বেতন না মেটানো হলে তারা কর্ম বিরতির পথে হাঁটবেন। সেইমতো বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা। অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে।
advertisement
আরও পড়ুনঃ যানজট নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া পৌরসভা ও প্রশাসন
তা না হলে এইভাবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে পৌরসভার হেড ক্লার্ক ইনচার্জ গৌতম গোস্বামী জানান, বেতনের দাবিতে পৌরসভার কর্মীরা কর্মবিরতি পালন করছে। এ বিষয়ে সমস্ত কিছু জেলাশাসকই বলতে পারবেন। আমরা সামান্য কর্মচারী আমরা কিছুই জানি না।এই কর্ম বিরতির ফলে পৌরসভার জরুরি বিভাগের সমস্ত পরিষেবা বিঘ্নিত হয়েছে। বিপাকে পড়তে হয়েছে সাধারণ নাগরিকদের।
Sharmistha Banerjee Bairagi