জয় জোহার মেলার মূল উদ্দেশ্য হল, আদিবাসী সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও আয়োজন করা হয়েছে এই মেলার। পুরুলিয়া-১ ব্লকের চাকদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজিত চলছে মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এসে উপস্থিত হয়েছেন এই মেলায়। আদিবাসীদের নিজস্ব নাচ, গান সহ অন্যান্য সংস্কৃতি উপাদান এখানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আদিবাসী শিশুদের মনোরঞ্জনের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: যৌবন কেটেছে লাল ঝান্ডা বয়ে, কিন্তু বয়সকালে মনে রাখেনি কেউ! শেষে বৃদ্ধার পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা
জয় জোহার মেলার বিষয়ে এক আদিবাস শিক্ষক বলেন, তিন দিনব্যাপী এই মেলায় অনেক মানুষের সমাগম হয়েছে। মেলায় অংশগ্রহণ করতে পেরে আদিবাসী জনজাতির মানুষেরা ভীষণ খুশি।
অতীতের তুলনায় আদিবাসী সমাজ অনেকটাই এগিয়েছে। তাদের এই অগ্রগতির ক্ষেত্রে রাজ্য সরকারের বাড়িয়ে দেওয়া হাতের অবদান অনস্বীকার্য। তাই আদিবাসী জনজাতির মানুষদের সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই এই 'জয় জোহার মেলার' আয়োজন করা হয়েছে রাজ্যজুড়ে। এই মেলার ফলে আদিবাসী মানুষেরা অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি